X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নাম শুনলেই রাজাকাররা আঁতকে ওঠে: রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৬:৫১

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করতে এদেশে রাজাকারদের দৌরাত্ম‌্য, সাম্প্রদায়িকতার দৌরাত্ম‌্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের যেভাবে দমন করতে হয়, সেভাবেই দমন করা হবে। এ দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের দেশ। এটা মনে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এজন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন রাজাকাররা পরাজিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই একাত্তরের রাজাকারের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু তা আর সম্ভব নয়। তাদের যেভাবেই হোক দমন করা হবে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম শুনলেই সেই একাত্তরের পরাজিত রাজাকাররা আঁতকে ওঠে। ওই রাজাকাররা মনে করে, বঙ্গবন্ধু মানেই অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে তার ভাস্কর্য ভাঙছে।

শ. ম. রেজাউল করিম বলেন, তারা মনে হয় জানে না বঙ্গবন্ধু মানেই যে বাংলাদেশ। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। তাই মুক্তিযোদ্ধাদের সর্বদা সম্মান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সর্বাধিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। যা আর কোনও সরকার করেনি।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তাদের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এ সরকার। তাই তাদের বুঝতে হবে এবং বর্তমান প্রজন্মসহ আগামী প্রজন্মদেরও বোঝাতে হবে আধুনিক উন্নত বাংলাদেশ মানেই শেখ হাসিনার সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন (পিপিএম) প্রমুখ।

 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী