X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘শিক্ষার প্রতি সবটুকু আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন’

পিরোজপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৮:২২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:০৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষার প্রতি সবটুকু আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘সরকার কারিগরি ও মেডিক্যাল শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। শেখ হাসিনার সরকার প্রতিটি প্রতিষ্ঠানে গবেষণার জন্য পদক্ষেপ নিয়েছে।’

মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন,  ‘শিক্ষার পরিসর বাড়ানো দরকার। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে অভাবনীয় উদ্যোগ রয়েছে। শিক্ষকদের হাতেই আমাদের জীবনের সূচনা। তাদের হাতেই খড়ি নিয়ে আমরা বিভিন্ন পেশায় এসেছি। পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা শিক্ষকদের মাধ্যমে  যেতে পেরেছি।’

পিরোজপুর গণউন্নয়ন সমিতি ও গণ স্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  জেসের আলী, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম,  সমাজকর্মী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা স্কাউট প্রধান খালেদা আক্তার হেনা, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক ঈশ্বর চন্দ্র দাস, পিডিএফ’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জয়নাল আবেদীন, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এমদাদুল হক,মাওলানা আ. মতিন, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোয়াত রহমান প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  খায়রুল হাসান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে