X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শুধু বাহবায় বড় ক্রিকেটার হওয়া যায় না, সাদিদ প্রসঙ্গে তার মা 

সালেহ টিটু, বরিশাল
১৬ অক্টোবর ২০২১, ১৩:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫:৩৪

কখনও বাড়ির সামনে পিচঢালাই সড়ক কিংবা স্কুলের সামনে খেলার মাঠে দেখা যায় শিশু সাদিদের টেনিস বল দিয়ে গুগলি ও লেগস্পিন বোলিং। প্রথমে তাকে কেউ গুরুত্ব না দিলেও এখন বিশ্বসেরা ক্রিকেটার শচিন টেন্ডুলকার তার প্রতিভায় মুগ্ধ। সাদিদের এই মুগ্ধতা আরও ছড়িয়ে পড়ুক চান স্বজনেরা। তবে এর জন্য প্রশিক্ষণ ও যথাযথ নির্দেশনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।  

আসাদুজ্জামান সাদিদ (৬) বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ গ্রামের নাজিরবাড়ির বাসিন্দা। সে ওই ইউনিয়নের উলানঘূনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার মা জুম্মাতুন্নেছা গৃহিনী। 

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছে এই খুদে ক্রিকেটার। তার বোলিংয়ের ধারে মুগ্ধ হয়ে ভিডিও শেয়ার দিয়েছেন শচিন টেন্ডুলকারও। নিজের পেজে বোলিংয়ের ভিডিও পোস্ট করে শচিন লিখেছেন, ‘ওয়াও, এক বন্ধুর মাধ্যমে ভিডিওটি পেয়েছি- সত্যি অসাধারণ।’

৪০ সেকেন্ডের ভিডিওতে মোট আটটি বল করেছে সাদিদ। এর মধ্যে কোনটি ছিল লেগ স্পিন, কোনটি গুগলি। আটটি বলের একটিও খেলতে পারেননি কোনও ব্যাটসম্যান। তারা বারবার পরাস্থ হচ্ছিলেন। এর মধ্যে তিনটি বোল্ড করে সাদিদ।

উইকেট নেওয়ার পর সাদিদের উদযাপন সাদিদের বোলিং কোচ মামা সিরাজুল ইসলাম শুভ বলেন, আমি নিজেও একজন ক্রিকেটার। তিন বছর বয়স থেকেই সাদিদ ক্রিকেট খেলা শুরু করে। সে সাকিব আল হাসানের ভক্ত। তার বোলিং সাদিদকে আকৃষ্ট করে। এ জন্য আমার যেটুকু প্রশিক্ষণ রয়েছে তা দিয়ে সাদিদকে গুগলি বোলিং করার হাতের মোশনটা শেখানোর চেষ্টা করি। কিন্তু সে চেষ্টা থেকে সাদিদ যে এত দূর এগিয়ে যাবে, তা আমার ধারণা ছিল না। তার বোলিং ফেস করতে যেকোনও ব্যাটসম্যানকে নাস্তানাবুদ হতে হয়। একেক সময় একেক ধরনের টার্ন করাতে পারে সাদিদ। যা ব্যাটসম্যানকে অনায়াসে বোকা বানায়।  

শুভ আরও বলেন, সম্প্রতি সাদিদের বোলিংয়ের কিছু ভিডিও ক্লিপ আমি ফেসবুকে আপলোড করেছি। এরপর বিভিন্ন মাধ্যম থেকে সাদিদের বিষয়ে জানার জন্য কল আসা শুরু হয়। তারা সাদিদের বোলিং অ্যাকশনের প্রশংসা করেন। এমনকি সাদিদকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবরও প্রকাশ হয়েছে। তবে তাতে আমরা খুশি নই।

সাদিদের মা বলেন, ভালো কিছু হলে সেটাকে ধরে রাখতে হয়। শুধু বাহবা দিলেতো আর সাদিদ বিশ্বসেরা ক্রিকেটার হবে না, তার জন্য প্রয়োজন প্রশিক্ষণ। আর এ জন্য দরকার ভালো একটা নির্দেশনা। এ বিষয়গুলোর সমন্বয় হলে বলা যাবে, সাদিদ ভালোমানের ক্রিকেটার হয়ে উঠছে। 

সাদিদের বোলিং অ্যাকশন স্থানীয় বেসিক ক্রিকেট কোচিং একাডেমির পরিচালক ও হেড কোচ ইজাজ আল মাহমুদ সুজন বলেন, সাদিদের বোলিং অ্যাকশন আমাকে বিস্মিত করেছে। টেনিস বলে গুগলি এবং লেগস্পিন আসলেই কষ্টসাধ্য বিষয়, যা সাদিদ শিশু বয়সেই রপ্ত করেছে। সাদিদের অভিভাবক রাজি থাকলে তাকে আজীবন বিনা খরচে প্রশিক্ষণ দিতে আমি আগ্রহী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বি-গ্রেড আম্পায়ার জহিরুল ইসলাম জাফর বলেন, সাদিদের প্রতিভাকে কাজে লাগাতে হলে পড়াশোনার পাশাপাশি এখন থেকেই ক্রিকেট কোচের অধীন রাখতে হবে। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম টোটাম বলেন, যার যতো প্রতিভা থাকুক, তা ধরে রাখতে অনুশীলনের বিকল্প নেই। সাদিদকে এখন থেকেই ভালো একজন কোচের অধীন রাখা দরকার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত পরিচালক আলমগীর হোসেন আলো বলেন, সাদিদের প্রতিভার বিষয়টি আমি শুনেছি। তার প্রতিভা ধরে রাখতে যা কিছু প্রয়োজন আমার পক্ষ থেকে করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী