X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়াকে ‘বিষ প্রয়োগ’ করা হয়েছে, দাবি মির্জা আব্বাসের

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ২১:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২১:২৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বিষ প্রয়োগ’ করা হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে। এই জন্যই সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না।’

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই দেশের সরকার চোখেও দেখে না, কানেও শোনে না। জনগণের কথা এরা কানে নেয় না। কেননা তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এরা ভোটে নির্বাচিত হতে পারবে না। এরা খুনি সরকার। পুলিশি জোরে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির অধিকার দিয়েছিলো শহীদ জিয়াউর রহমান। তার সহধর্মিণী ও তিনবারের প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা যখন গ্রেফতার ছিলেন তখন প্রথম খালেদা জিয়া তার মুক্তির দাবি তুলেছিলেন।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির ও দক্ষিণ জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতায় দলের ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন, ‘১৫ আগস্ট আপনার দলের ষড়যন্ত্রের ফসল। ৯৬ সালে সরকারের অফিসারদের নিয়ে ষড়যন্ত্র করেছেন। ২০০৮ সালে মঈন ইউ আহমেদ-ফখরুদ্দিনকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। ২০১৮ সালে পুলিশ এবং সরকারের কর্মকর্তাদের চরিত্র হনন করে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া জনগণের ভোটে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর ওপর নিষ্ঠুর আচরণ করছে সরকার।’

বিশেষ অতিথি দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘সমন্বয়হীনতা করে আন্দোলনে জয়লাভ করা যাবে না। আগামী দিনে আন্দোলনের বিকল্প নেই। দেশের উন্নয়ন করে গেছেন আমাদের মা (বেগম জিয়া)। তার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার জন্য আরেকবার লড়াই করতে চাই।’

দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘বরিশালে বিভাগীয় সমাবেশে জনতার ব্যাপক উপস্থিত প্রমাণ করে বরিশালের মানুষ খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা চায়। আর যদি তা না হয়, ওই কুকুরের সঙ্গে মুগুরের মতো হাজির হবো।’

সমাবেশের শেষ পর্যায়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া-মোনাজাত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!