X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ভোলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ২২:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২২:৩২

ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকের হাট কলেজ এলাকায় এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন তার সমর্থকদের নিয়ে ইউনিয়নের হেতনারহাট এলাকায় নির্বাচনি প্রচারণায় নামেন। এ সময় ওই স্থানে থাকা নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, লগি বৈঠা, ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অন্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ১২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করে।

এ ছাড়াও ইউনিয়নের হেতনারহাট ও মাঝির হাট এলাকায় কয়েকটি ঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখনও দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করায় উত্তেজনা বিরাজ করছে। গতকালও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফরহাদ সর্দার জানান, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে টহল পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!