X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রেম প্রত্যাখ্যান করায় পুলিশ কর্মকর্তার মেয়েকে মারধর, থানায় মামলা

বরিশাল প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৮:১২আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৮:২২

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক পুলিশ কর্মকর্তার মেয়েকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে বরিশালের কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে এই মামলা করেন।

ভুক্তভোগী বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং নগরীর কাজিপাড়ার বাসিন্দা। তার বাবা বরিশালের এক থানার ওসি।

মামলার আসামিরা হলো নগরীর বগুরা রোডের বাসিন্দা ফাতেমা খাতুন চম্পা ও তার মেয়ে সাবিকুন নাহার শশি এবং নগরীর মতাসার এলাকার তাওসিফ মাহমুদ স্বাধীন ও আসাদ ইসলাম। এছাড়া অজ্ঞাত আরও চার জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘কয়েক মাস আগে শশিকে ডাকতে তার বাসায় যায় ভুক্তভোগী। এ সময় শশি ও আসাদকে একসঙ্গে দেখতে পায়। বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করে তারা। শশি ও আসাদ বিষয়টি ফাঁস হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীকে ফাঁদে ফেলার চক্রান্ত করে। এতে শশির মা সহায়তা করেন। চক্রান্ত অনুযায়ী আসাদ তার বন্ধু স্বাধীনকে দিয়ে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নেয়। পরে স্বাধীনকে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় করায় আসাদ। কিছু দিন পর স্বাধীন প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত শুরু করে স্বাধীন।’

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ‘গত ১১ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে স্বাধীন কয়েকজন সহযোগী নিয়ে ভুক্তভোগীর পথরোধ করে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায টানাহেঁচড়া এবং মারধর করে স্বাধীন। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরপর আবারও চক্রান্ত করতে শুরু করে তারা। সর্বশেষ গত ৩০ নভেম্বর পরীক্ষা দিতে স্কুলে যায় ভুক্তভোগী। পরীক্ষা শেষে তাকে ডেকে স্কুলের সামনে নিয়ে যায় শশি। সেখানে শশির মা ফাতেমা খাতুন, আসাদ ও স্বাধীনকে দেখে চলে যেতে চাইলে তাকে মারধর করা হয়।’

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘বিষয়টি স্কুলের এক শিক্ষককে জানানো হয়েছে। কিন্তু এরপর অভিযুক্তরা মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে। সেই সঙ্গে স্কুল ও কোচিং সেন্টারে মেয়ের নামে কুরুচিপূর্ণ ও অশালীন কথা এবং নানা ধরনের কুৎসা রটায়। হয়রানির মাত্রা বেড়ে যাওয়ায় মেয়ে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এরইমধ্যে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে মেয়েটি। তাকে সুস্থ করতে মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছে মেয়ের মা।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে শশি জানায়, ‘ওই ছাত্রী আমার অনেক ক্ষতি করেছে। আমার মোবাইল নম্বর বহু মানুষকে দিয়েছে। ওসব মানুষ আমাকে মোবাইল করে হয়রানি করে। আমার মা বিষয়টি জিজ্ঞাসা করলে গালিগালাজ করে। কারণ জানতে চাইলে আমাকে চড় মারে। তখন আমিও তাকে চড় মারি। এখন উল্টো আমি ও আমার মায়ের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে তার পরিবার।’

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, ‘ঘটনার চার মাস পর ভুক্তভোগী ছাত্রীর বাবা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে মারধরের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে মামলা করেছেন তার মা। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা