X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

ভোলা প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ০১:৪৬আপডেট : ২২ জুলাই ২০২২, ০১:৪৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় খুঁটির সঙ্গে বেঁধে প্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নমগ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরি (১৮)। তিনি নমগ্রামের শ্যামল চন্দ্র মেস্তুরির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার প্রতিবেশী এক যুবককে চড় দেওয়ার অভিযোগ ওঠে জয় চন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে জয় চন্দ্রকে স্থানীয় একটি মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন ওই যুবকের স্বজনরা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করছেন কয়েকজন যুবক। তাদের মারধরে ওই যুবক গুরুতর আহত হন। এ সময় আশপাশে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কেউ ওই যুবককে রক্ষা করতে এগিয়ে আসেননি।

নির্যাতনের শিকার জয় চন্দ্রের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছে একই গ্রামের বাসিন্দা তাপস পাল, অশোক চন্দ্রসহ আরও কয়েকজন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে ছেলেটি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত তাপস, অশোকসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, কি কারণে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী