X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোনের বিয়ের ৭ লাখ টাকা আগুনে পুড়ে ছাই

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ১৭:৪৭আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:১৪

বরিশালের গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে এক শিক্ষিকার ঘরে বোনের বিয়ের জন্য রাখা সাত লাখ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড় এবং মূল্যবান কাগজপত্র ছাই হয়েছে। শুক্রবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দা স্কুলশিক্ষিকা লামিয়া আক্তার বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রহস্যজনকভাবে আমার মামা সরদার গোলাম মোস্তফার বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আমার বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে বোনের বিয়ের জন্য রাখা সাত লাখ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড় এবং মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার একটি গরুও পুড়ে মারা যায়।
 
লামিয়া আরও বলেন, ফজরের নামাজ পড়তে উঠে আগুন দেখতে পাই। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমার ঘর থেকে কিছু মালামাল উদ্ধার করেন। তবে ঘরসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘর, নগদ অর্থ ‍এবং ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে যাওয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 

তবে যে ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি তালাবদ্ধ ছিল। ওই ঘরসহ ঘরে থাকা মালামাল ভস্মিভূত হয়ে গেছে।  
 
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ভোরে এক নারী আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের মালামাল উদ্ধারের চেষ্টা করি। পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরই মধ্যে ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, আগুনে দুই পরিবারের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও দলিলসহ সব মালামাল পুড়ে গেছে। বিকালে পরিবারগুলোকে টিন ও সাত হাজার টাকা দেওয়া হয়েছে। 

 

/এফআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?