X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ-ধর্মঘট

ঝালকাঠি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১

ঝালকাঠি পৌর শহর এলাকায় অবৈধ ইজিবাইক আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা। একইসঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর থেকে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। বিকালে বিক্ষোভ থেকে ধর্মঘটের ডাক দেন।

এদিকে, শহরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ইজিবাইক না পেয়ে অন্য যানবাহনে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ ভ্যানে চড়ে গন্তব্যে গেছেন।

পৌর কর্তৃপক্ষ বলছেন, ঝালকাঠিতে লাইসেন্সধারী ইজিবাইকের সংখ্যা এক হাজার ১৭০টি। কিন্তু শহরে ইজিবাইকের সংখ্যা প্রায় চার হাজার। যার সবই অবৈধ। এতে শহরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তাই রবিবার সকাল থেকে চেকপোস্ট বসিয়ে অবৈধ ইজিবাইক আটক অভিযান শুরু করেন পৌর কর্তৃপক্ষ। অভিযানে তিনটি আটকের পরই শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ শুরু করেন ইজিবাইক চালকরা। বিকালে ধর্মঘটের ডাক দেন তারা।

ঝালকাঠি ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, ‌‘ঝালকাঠি শহরে রিকশায় মোটর লাগিয়ে অবৈধভাবে শহরে চলাচল করছে শত শত অটোরিকশা। সেগুলোর বিষয়ে পৌর মেয়রের মাথাব্যথা নেই। অথচ সকাল থেকে ইজিবাইক আটক শুরু হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি আমরা।’

ইজিবাইক চলাচল বন্ধ থাকায় কেউ কেউ ভ্যানে চড়ে গন্তব্যে গেছেন

ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ার কথা জানালেন পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড়ের বাসিন্দা সুমাইয়া আক্তার। তিনি বলেন, ‘ইজিবাইক বন্ধ থাকায় পাঁচ টাকার ভাড়া ভ্যানে ১০ টাকা দিতে হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে।’

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী শফিকুর রহমান বলেন, ‘৩৫ মিনিট দাঁড়িয়ে থেকে একটা ভ্যান পেয়েছি। কিন্তু তাতে আট জন লোক থাকায় উঠতে পারিনি। পরে রিকশায় ৩০ টাকা দিয়ে কলেজে গেছি। অথচ ইজিবাইকে ১০ টাকা লাগতো। ধর্মঘট প্রত্যাহার না হলে দুর্ভোগ বাড়বে।’

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ‘ঝালকাঠি শহরে চলাচলের জন্য এক হাজার ১৭০টি ইজিবাইককে লাইসেন্স দিয়েছি আমরা। অথচ নগরে চলছে চার হাজার ইজিবাইক। প্রায় তিন হাজার অবৈধ। লাইসেন্সবিহীন ইজিবাইক চলাচল বন্ধে আমাদের অভিযান চলবে। তারা ধর্মঘট ডাকলেও কাজ হবে না।’

তবে বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধানের তাগিদ দিয়েছে জেলা পুলিশ। রবিবার রাত ৮টায় ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক শুরু হয়েছে। ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে’র কার্যালয়ে এ সভা হচ্ছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

/এএম/
সম্পর্কিত
ঈদের দিন কালো পতাকা নিয়ে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ
জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবিতে যশোরে বিক্ষোভ
পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা, কুড়িগ্রামে বাস চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া