X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুদিন আগেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ০১:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০১:৪৮

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গত দুদিন ধরে চলছে সমাবেশস্থল ও মঞ্চ তৈরির কাজ। এই দুদিন বিএনপির নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনতার যাতায়াত ছিল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক)। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ বঙ্গবন্ধু উদ্যানে রীতিমতো ভিড় জমিয়েছেন তারা। সেইসঙ্গে চলছে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ। পাশেই চলছে রান্নাবান্নার আয়োজন। অধিকাংশ নেতাকর্মী মাঠ ও আশপাশের হোটেলে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। 

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির বলেন, 'গণসমাবেশ সফল করার জন্য ২২ সেপ্টেম্বর থেকে প্রস্তুতিমূলক সভা করে আসছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি ছোট ছোট সমাবেশ, লিফলেট বিতরণ থেকে শুরু করে বিভিন্ন স্থানে পথসভা ও কর্মীসভা করা হয়েছে। এসব কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন ১৫-২০ জন কেন্দ্রীয় নেতা। আমাদের কর্মসূচি শুধু বরিশালেই সীমাবদ্ধ ছিল না। একইভাবে ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীতে কর্মসূচি করেছি। মূলত কর্মসূচি ও প্রচার-প্রচারণার কারণেই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাদের সঙ্গে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ দেখা দিয়েছে। কিন্তু সমাবেশ ঘিরে অঘোষিত হরতালের কারণে দুশ্চিন্তায় পড়েন নেতাকর্মীরা। এজন্য বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগেভাগেই নেতাকর্মীরা চলে আসেন বরিশালে। ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশের এলাকায় ভিড় করেছেন তারা। আশা করছি, সমাবেশে মানুষের ঢল নামবে।'
 
বৃহস্পতিবার রাতে মঞ্চ পরিদর্শনে আসা বরিশাল বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হাসান বলেন, 'আমাদের প্রচার-প্রচারণা শহর থেকে গ্রাম পর্যন্ত হয়েছে। প্রচার-প্রচারণার ফলেই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। কিন্তু অঘোষিত ধর্মঘটের কারণে যাতে নেতাকর্মীরা আটকা না পড়েন সেজন্য দুদিন আগেই বরিশাল নগরীতে এসেছেন তারা। সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় দেখছি। রাতে সমাবেশ মঞ্চ ও আশপাশের এলাকায় নেতাকর্মীর স্রোত দেখেছি। পুরো বিভাগকে যোগাযোগ বিচ্ছিন্ন করেও নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি তারা।'
 
বরিশাল সিটির ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু বলেন, 'বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সারাদিন প্রচার-প্রচারণা চালানোর পর সন্ধ্যায় আবার কাজে লেগে পড়েছেন। এ কারণে স্থানীয় নেতারা মাঠে খাবারের আয়োজন করেছেন।সেখানে খিচুড়ি থেকে শুরু করে যে যার মতো করে খাবার পাচ্ছেন নেতাকর্মীরা। কেউ বা পানি সরবরাহ করছেন। সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করছেন।'
 
এদিকে, রাত সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মঞ্চের কাছে আসতে দেখা গেছে নেতাকর্মীদের। তবে সেখানে এখন পর্যন্ত কত হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি দলীয় নেতারা।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!