X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

একাডেমিক ভবন ও শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

পিরোজপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৯:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:২৯

প্রয়োজনের তুলনায় অর্ধেক শ্রেণিকক্ষ, অস্বাস্থ্যকর পরিবেশ আর শিক্ষক স্বল্পতা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। আট শ্রেণির তিন বিভাগের প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য ২৬টি কক্ষের প্রয়োজন হলেও আছে ১২টি। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে ৪৯টি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন ৩০ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯০৭ সালে বলেশ্বর ও দামোদর নদের তীরে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরুতে বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো ছিল। সময়ের ব্যবধানে শিক্ষার্থী বেড়ে যায়। এ অবস্থায় পুরাতন ভবন ভেঙে ফেলায় কক্ষের সংকট সৃষ্টি হয়। বর্তমানে কোনও কোনও শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে দুটি শাখা থাকলেও শ্রেণিকক্ষের অভাবে এক কক্ষে চলে পাঠদান। ফলে লেখাপড়া ব্যাহত হচ্ছে। কক্ষের অভাবে ভাঙা ভবনের টেবিল বেঞ্চসহ অন্যান্য ফার্নিচার খোলা আকাশের নিচে থাকায় নষ্ট হচ্ছে।

শহরের সিআই পাড়ার বাসিন্দা শেখ হাসান মামুন বলেন, ‘আমার এক আত্মীয়ের সন্তানকে ভর্তি করাতে এসে জানলাম বিদ্যালয়ে একডেমিক ভবন ও শিক্ষক সংকট রয়েছে। তবু ভর্তি করিয়েছি। ভবন ও শিক্ষক সংকটের বিষয়টি দ্রুত সমাধান করা জরুরি।’

ভবন ও শিক্ষক সংকটের কথা জানিয়ে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মৃধা বলেন, ‘নবম দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য আর মানবিক শাখা থাকলেও একই কক্ষে পাঠদান করায় শিক্ষার গুণগত মান রক্ষা হচ্ছে না। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে ফেলায় নিরাপত্তাহীনতায় রয়েছে শিক্ষার্থীরা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় মাঠে পানি জমায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করছে শিক্ষার্থী। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা।’

প্রধান শিক্ষক বলেন, ‘ইংরেজিতে আট জন শিক্ষকের পদ থাকলেও আছেন তিন জন। গণিতে ছয় শিক্ষকের পদ থাকলেও আছেন চার জন। সামাজিক বিজ্ঞানে চার শিক্ষকের পদ থাকলেও নেই একজনও। ইসলাম শিক্ষায় চার শিক্ষকের পদ থাকলেও আছেন তিন জন। ভৌত বিজ্ঞানে চার শিক্ষকের পদ থাকলেও আছেন দুজন। জীব বিজ্ঞানে চার শিক্ষকের বিপরীতে আছেন একজন। ভূগোলে দুজনের বিপরীতে আছেন একজন শিক্ষক। ব্যবসায় শিক্ষায় চার জনের পদ থাকলেও আছেন তিন শিক্ষক।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, ‘পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের ৮ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম আমি। বিদ্যালয়ের একটি ভবন ২০০৭ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন তৎকালীন জেলা প্রশাসকের সহযোগিতায় ওই ভবনটি দ্রুত অপসারণ করি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য নতুন একটি ভবন খুবই জরুরি। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি তুলে ধরবো।’

এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল বলেন, ‘পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন সংকটের কারণে পাঠদান বিঘ্ন হওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। বিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে লিফটসহ ১০তলা ভবন করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে বিদ্যুতের কারণে লিফটে সমস্যা হতে পারে এজন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। বিষয়টি মন্ত্রী শ ম রেজাউল করিমও জানেন।’

জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমি গত ১ জানুয়ারি পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একাডেমিক ভবন সংকটসহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেছেন। স্বল্প সময়ে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণসহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া