X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাবেক সচিবের গণসংযোগে হামলা, আহত ১৫

ভোলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৩, ০১:৫৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০১:৫৩

ভোলার চরফ্যাশনে গণসংযোগের সময় সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকসহ অন্তত  ১৫ জন  আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেজবাহ উদ্দিন কয়েকদিন ধরে তার জন্মস্থান চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সঙ্গে দেখা সাক্ষাতের পাশাপাশি মতবিনিময়ে করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার কিছুটা আগে উপজেলার চেয়ারম্যান বাজারে সাবেক সচিব মেজবাহ উদ্দিন গণসংযোগ করতে যান। গণসংযোগকালে চরফ্যাশন থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেলে করে একদল সশস্ত্র সন্ত্রাসী  পেছন থেকে তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়দের ব্যারিকেডের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  

খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

এবিষয় মেজবাহ উদ্দিন বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে গণসংযোগ করছিলাম। এসময় হঠাৎ করে চরফ্যাশন থেকে অর্ধশত মোটরসাইকেল বহর নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী পেছন থেকে আমার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে এক পর্যায়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় স্থানীয় সাংবাদিকসহ আমাদের অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হন।

এদিকে সন্ত্রাসী হামলার খবরে চরফ্যাশন উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী