X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘পার্বত্য এলাকায় সুষ্ঠু পরিবেশ না থাকায় বিদেশিরা কম আসে’

রাঙামাটি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

 

‘পার্বত্য এলাকায় সুষ্ঠু পরিবেশ না থাকায় বিদেশিরা কম আসে’ পার্বত্য এলাকায় সুষ্ঠু পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশি পর্যটকরা কম আসে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, ‘শুধু রাস্তা-ঘাট আর হোটেল-মোটেল নির্মাণ করলেই হবে না, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা না গেলে পাহাড়ে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে না।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ আয়োজিত পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.কামাল উদ্দীন তালুকদার, যুগ্ম সচিব সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, অমিত চাকমা রাজু, পরিষদের অন্যান্য সদস্যসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তির আলোকে পর্যটন বিষয়ে জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই শান্তি চুক্তিকে পাশ কাটিয়ে পার্বত্য পর্যটনের কোনও উন্নয়ন সম্ভব নয়।’

সেমিনারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৬০০ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের একটি মাস্টার প্ল্যান তৈরি হয়েছে বলে জানানো হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই