X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিইসি ও প্রধানমন্ত্রী স্বীকার করেছেন অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৬:১৬আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৬:১৬

সিইসি ও প্রধানমন্ত্রী স্বীকার করেছেন অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

আমরা আশা করবো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু গণতন্ত্রের সূচনা হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছে, ‘কুমিল্লা শিল্পকলায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের সূচনা হবে কুমিল্লা থেকে। এর কিছু দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কোনও প্রশ্নবোধক নির্বাচন চান না।’ তারা স্বীকার করেছেন অতীতের সবগুলো নির্বাচন প্রশ্নবোধক ছিল। আমরা চাই কুসিক নির্বাচন হবে সুষ্ঠু ও প্রশ্নবিহীন। সোমবার দুপুরে কুমিল্লার ধর্মসাগর পাড়ায় বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, কুসিক নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার আশপাশের প্রভাবশালী ব্যক্তিরা বার বার বৈঠক করেছেন। এমনকি সিদ্ধান্তও নিয়েছেন ৩০ মার্চ কুসিক নির্বাচনে আশপাশের লোকদের দিয়ে জাল ভোটের মাধ্যমে তাদের প্রার্থীকে বিজয় করবে। আমরা তথ্যটি অভিযোগের মাধ্যমে নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছি। তিনি বলেছেন দুর্ভাগ্য আমাদের যাদের সঙ্গে আমরা নির্বাচন করছি তাদের সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত খুবই কম। তারা আমাদের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় হামলা করে আসছে। হামলা করে মাইক ও গাড়ি ভেঙেছে। আমরা অভিযোগগুলো নির্বাচন কমিশনারের কাছে করেছি,এখন পর্যন্ত কোনও বিচার পায়নি।

নজরুল ইসলাম আরও বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই পর্যন্ত আমাদের মেয়র প্রার্থীর অনেক নেতাকর্মীকে বিভিন্ন মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিয়েছি। এমনকি সাদা পোষাকে বিভিন্ন এলাকায় গিয়ে কর্মীদের আটক করা হচ্ছে। তাদের না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে। প্রশাসনের এসব কর্মকাণ্ড  এখন রাজনৈতিক কর্মকাণ্ডে রূপ নিয়েছে।’

তিনি বলেন, আমরা আরও লক্ষ্য করছি কুসিক নির্বাচনকে কেন্দ্র করে ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে। এমনকি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কিন্তু আমরা বার বার বলেছি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। বর্তমানে কুসিক নির্বাচনের জন্য যেমন শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন, তেমনি প্রয়োজন আইনশৃঙ্খলার উন্নয়ন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

 /জেবি/

আরও পড়তে পারেন: শহীদ ও খাদিম শাহ’র লাশ হস্তান্তর, সন্দেহে তালিকায় রয়েছেন আহতরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র