X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সার্ফাররা

কক্সবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১১:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১২:২৭

বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সার্ফাররা

সার্ফিং বা জলক্রীড়া।বিশ্বজুড়ে এক পরিচিত নাম। বর্তমান বিশ্বে সার্ফিংয়ে এখন জয় জয়কার অবস্থা। এরইমধ্যে সার্ফিং আন্তর্জাতিক অলিম্পিকে স্বীকৃতিও পেয়েছে। তাই, বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিতি করতে স্বপ্ন দেখছে কক্সবাজারের সার্ফাররা।

কক্সবাজার সমুদ্র সৈকতে উত্তাল সমুদ্রে কাঠের তৈরি বিশেষ একটি বোর্ড নিয়ে সার্ফারদের যাত্রা। আর ঢেউয়ের তালে তালে ওই বোর্ডের উপর দাঁড়িয়ে কূলে ফেরার নানা শারীরিক কৌশল। এর নাম সার্ফিং। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সার্ফিং এর জন্য অত্যন্ত উপযোগী। সার্ফিং এরইমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক এর স্বীকৃতিও পেয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের সার্ফাররা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারা সুযোগ পেলে সার্ফিং দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম আনতে চান।

এদিকে, গত ২৮ ও ২৯ এপ্রিল কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে বাংলাদেশ সার্ফিং ফেডারেশন আয়োজন করছে দুই দিনব্যাপী জাতীয় সার্ফিং প্রতিযোগীতা। এতে নানা বয়সের সার্ফাররা ঢেউ জয়ে মেতেছে। কক্সবাজারের ১০টি সার্ফিং ক্লাবের ৭০ জন প্রতিযোগি এতে অংশ নিয়েছিল। আর এর মধ্যে ১২জন ছিল কিশোরী। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি প্রায় ২ শতাধিক সার্ফার।

প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জনকারী মো. কামাল, সুমি আক্তার ও মেহের ও শবে মেহেরাজসহ অনেকে জানিয়েছেন, সাগরের বিশালতায় সার্ফিং করে বেড়ানোর মজায় আলাদা। সাগরের বিশাল জলরাশি বারবার তাদেরক কাছে টানে। পায়ে সার্ফিং বোট ধরে রেখে সাগর তরঙ্গে জার্ম্পিং করা এ যেন অন্য রকম প্রতিযোগিতা। প্রতিদিন সকাল-বিকাল সৈকতের বিভিন্ন পয়েন্টে তাদের অনুশীলন চলে। তবে দুঃখজনক বিষয় হলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে তারা অবহেলিত। তবে আর্থিক স্বচ্ছলতা না থাকলে সার্ফিং-এ টিকে থাকা যাবে না। তবে সার্ফিংয়ে এই পর্যন্ত স্বচ্ছল পরিবারের কোনও ছেলে মেয়ে আসেনি।দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এ পেশায় টিকে থাকতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার।

বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সার্ফাররা

কক্সবাজারের সার্ফার রমজান জানান, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ পেশায় টিকে থাকা কঠিন। নেশার কারণে অনেকে এ পেশায় জড়িত থাকলেও সঠিক অনুশীলন ও প্রশিক্ষণের অভাবে সম্ভাবনাময়ী সার্ফাররা হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, আমাদের সার্ফাকরা কঠিন পরিশ্রমের মাধ্যমে খুব ছোটবেলা থেকে সার্ফিং রপ্ত করে আসছেন। আমরা যতি তাদের আরও সঠিকভাবে পরিচর্চা করতে পারি, তাহলে আন্তর্জাতিকভাবে অংশ নিতে খুব বেশি সময় লাগবে না।

সার্ফিং প্রতিযোগিতায় উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, কক্সবাজারে সার্ফিংয়ের সুবিধা রয়েছে ব্যাপক। সার্ফিং এর মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশের কথাটি মাথায় হবে। এ কারণে এরইমধ্যে সার্ফিং অ্যাসোসিয়েশনকে সরকার স্বীকৃতি দিয়েছে। তাই ভালোভাবে প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছেন সার্ফাররা। সার্ফিংয়ের জন্য সরকারের ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।

সার্ফিং পর্যটন শিল্পকে এগিয়ে নেবে, আন্তর্জাতিক সুনাম অর্জন করবে এমনটি প্রত্যাশা করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণরত নারী-পুরুষ সার্ফারসহ সংশ্লিষ্টদের।

/জেবি/

আরও পড়তে পারেন: তিন জেলায় ট্রায়ালে সফল ব্রি হাইব্রিড-৩ ধান

সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র