X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় ট্রায়ালে সফল ব্রি হাইব্রিড-৩ ধান

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ০৫:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১২:৪৮
image

তিন জেলায় ট্রায়ালে সফল ব্রি হাইব্রিড-৩ ধান

তিন জেলায় পরীক্ষামূলক চাষাবাদে সাফল্য পেয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি হাইব্রিড-৩ ধান। প্রতি হেক্টরে এ জাতের ধানের ফলন পাওয়া গেছে ৯ দশমিক ৯২ মেট্রিক টন। শনিবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী গ্রামের কৃষক সমীর বাড়ৈর জমিতে উৎপাদিত ব্রি হাইব্রিড-৩ ধান কেটে পরিমাপ করে কৃষি বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।
পরে এই ধান চাষের সাফল্য তুলে ধরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ছিকটিবাড়ী গ্রামের কৃষক ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইখতেখার মাহামুদ আকন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, কৃষক সন্তোষ বাড়ৈ, কৃটি রায় প্রমুখ।
চলতি বোরো মৌসুমে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ধান গবেষণা ইনস্টিটিউট পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সাত বিঘা জমিতে ব্রি হাইব্রিড-৩ ধানের প্রদর্শনী প্লট করে।
ছিকটীবাড়ী গ্রামের কৃষক সমীর বাড়ৈ বলেন, ‘বাজারে প্রচলিত হাইব্রিডের তুলায় ব্রি হাইব্রিড-৩ জাতের ফলন বেশি। এই ধান পাকতে কম সময় লাগে। এছাড়া রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার প্রবণতাও কম। ধান ঝরে পড়া ও চিটা হওয়ার পরিমাণও আমরা কম পেয়েছি। তাই এ ধানের আবাদে লাভ বেশি।’
ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইখতেখার মাহামুদ আকন্দ বলেন, ‘এটি আমাদের দেশে উদ্ভাবিত হাইব্রিড ধান বীজ। তাই এ ধান পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অধিক ফলন দিতে সক্ষম। তিন জেলার কৃষক এ ধান চাষ করে লাভবান হয়েছেন। এ ধানের বীজ সহজলভ্য। আবার দামও কম। চীন থেকে আমদানি করা হাইব্রিড ধানের বীজ যেখানে কেজিপ্রতি দুইশ থেকে আড়াইশ টাকায় বিক্রি হয়, সেখানে এই ধানের বীজের দাম কেজিপ্রতি একশ টাকা।’
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি সমীর কুমার গোস্বামী বলেন, ‘গোপালগঞ্জ নিম্ন জলাভূমি বেষ্টিত একটি জেলা। এ জেলায় হাইব্রিড ধানের আবাদ বেশি হয়। ব্রি উদ্ভাবিত হাইব্রিড ধানের ফলন এ বছর ট্রায়ালে (পরীক্ষামূলক চাষাবাদ) ভালো হয়েছে। আগামীতে এ জাতের ধানের আবাদ করে কৃষক লাভবান হবেন। এতে করে গোপালগঞ্জেও ধানের উৎপাদন বাড়বে বলে আশা করছি।’

আরও পড়ুন-

হাওর এলাকা পরিদর্শনে রবিবার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগে জোরপূর্বক হস্তক্ষেপ করছে সরকার: মির্জা ফখরুল

মিথ্যা মামলা দিয়ে পুলিশ বললো, ‘সরি, কোর্টে বলে দিবো’

/এমএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র