X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান

চট্টগ্রাম ব্যুরো
২০ জুলাই ২০১৭, ২১:০০আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:০০

নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের আহ্বান

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম ।

বিবৃতিতে মাহবুবুল আলম বলেন, ‘নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা এই ধর্মঘটের ফলে নৌ-পথে খাদ্য দ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধর্মঘটের ফলে বন্যাকবলিত হাজার হাজার মানুষের দুর্দশা আরও বৃদ্ধি পাবে। এ কারণে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে যা কোনও ভাবেই কাম্য হতে পারে না। তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নৌযান শ্রমিক ফেডারেশনকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান।

মাহবুবুল আলম বলেন, ‘জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নৌ-যান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট প্রত্যাহার করা উচিত। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘গত ১ এপ্রিল থেকে জ্বালানি মন্ত্রণালয় ৫৩টি তেলবাহী জাহাজের রিফুয়েলিং বন্ধ রেখেছে। জাহাজগুলোর বয়স ৪০ বছরের বেশি হয়েছে দাবি করে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। জাহাজাগুলো পুনরায় চালুসহ ২১ দফা দাবিতে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি। ফিশিং ট্রলার ছাড়া সব ধরনের নৌযান এই ধর্মঘটের আওতায় থাকবে।’

গত ১৫ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। বাতিল ঘোষিত ৫৩টি তেলবাহী জাহাজ আবার চালু করাসহ ২১ দফা দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেয়। আগামী ২৪ জুলাই থেকে এ ধর্মঘট শুরু হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড




 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার