X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কুবির সেই শিক্ষককে ফেসবুকে ছাত্রলীগ নেতার হুমকি, নিরাপত্তার শঙ্কায় জিডি

কুমিল্লা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১২:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১২:৫৭

কুবি শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া (ফেসবুক থেকে নেওয়া) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভুঁইয়াকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদ ইবনে সাইদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দিয়ে হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া তারেক। এ বিষয়ে তিনি শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৭৮৮/ ১৮-৮-২০১৭)।

গত ১৫ আগস্ট এই শিক্ষকের বিরুদ্ধে জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগ তোলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারা শিক্ষকের শাস্তির দাবিও জানায়। আন্দোলনের তিন দিনের মাথায় কোনও রকম তদন্ত ছাড়াই মাহবুবুল হক ভুঁইয়া তারেককে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাটায় কুবি প্রশাসন। কুবি ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস

অভিযোগ সূত্রে জানা যায়, সাদ ইবন সাইদ সাদ তার ব্যক্তিগত প্রোফাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের কথা উল্লেখ করে ওই শিক্ষককে আলবদর অভিহিত করে হুমকি দিয়েছেন। স্ট্যাটাসে লিখেন ‘Eleas Hosen Sabuj ভাই এর হুকুম এর অপেক্ষায়, ভাই এর দয়াতে আজকের মত বেঁচে গেল আলবদর তারেক মাস্টার। আর একটা রাত পেল দেশদ্রোহীটা শান্তিতে ঘুমাতে। কিন্তু কালকে??? কি হবে রে তোর???’ তার দেওয়া এই স্ট্যাটাসটি শাখা ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীকে ট্যাগ করা হয়েছে।

ছাত্রলীগকর্মীর এ স্ট্যাটাস নিয়ে মাহবুবুল হক ভুঁইয়া তারেক নিরাপত্তাহীনতায় কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এটা গোপনে নয়, ফেসবুকে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে। আমি জীবননাশের হুমকিতে আছি।’ কুবি শিক্ষকের ডিজির কপি

কেন এমন স্ট্যাটাস দিয়েছেন- জানতে চাইলে ছাত্রলীগ কর্মী সাদ ইবনে সাইদ বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কেউ এমন কাজ করলে তার শাস্তি হওয়া উচিত। শাখা ছাত্রলীগ এর দায়ভার নেবে না।’

শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘এটা সরাসরি হুমকি। কোনোভাবেই এ হুমকি মেনে নেওয়া যায় না। এর কঠোর বিচার দাবি করছি।’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিয়েছেন এমন অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফকে স্মারকলিপি দেয় শাখা ছাত্রলীগ। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোয় তালা লাগিয়ে ক্যাম্পাস অচল করে দেওয়ার চেষ্টা চালায়। তিন দিনের বিক্ষোভের মাথায় গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কুবি প্রশাসন। সেই সঙ্গে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- কুবি শিক্ষক তারেককে বাধ্যতামূলক ছুটি দেওয়ায় সহকর্মী ও শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ