X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জে দুই ভুয়া পরিবেশ অধিদফতর কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১

আটক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুই ভুয়া পরিবেশ অধিদফতরের কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার আবদুর রশিদ (৭০) ও একই উপজেলার ফকির মিরাজ আলী (৪৬)। তারা পরিবেশ অধিদফতরের নাম করে বিভিন্ন রাইস মিল থেকে চাঁদা আদায় করছিলেন।
রাইসমিল মালিকদের একাধিক সূত্র জানায়, দুপুরে নিজেদের পরিবেশ অধিদফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে রশিদ ও মিরাজ উপজেলার খড়িয়ালা এলাকার মেসার্স শাহ্ আলম ব্রাদার্স ও সোনারামপুরে মেসার্স শাহ্জালাল অটোরাইস মিল পরিদর্শনে যান।
পরে তারা পরিবেশ দূষণ কার্যক্রমের কথা বলে শাহ্ আলম ব্রাদার্স থেকে ১০ হাজার টাকা ও শাহজালাল অটোরাইস মিল থেকে ২০ হাজার টাকা আদায় করেন। একপর্যায়ে বিষয়টি মিল মালিকদের সন্দেহ হলে দুজনকে আটক রেখে থানায় খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মুছাব্বের হোসেন রাজীব বলেন, আমরাদের কাছে মিল মালিকরা দুই পরিবেশ কর্মকর্তা সম্পর্কে জানতে চাইলে আমরা বলি এই নামে কোনও কর্মকর্তা আমাদের নেই। পরে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়।
আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তরফদার জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সামাজিক পরিবেশ মানবাধিকার সংস্থা নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে