X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সু চিকে বিশ্ব সন্ত্রাসী আখ্যায়িত করার দাবি ইসলামী ঐক্যজোটের

চট্টগ্রাম ব্যুরো
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৬

 

চট্টগ্রামে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ (ছবি- চট্টগ্রাম ব্যুরো) মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সাং সু চি’র নোবেল পুরস্কার প্রত্যাহার করে তাকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মইনুদ্দিন রুহী। শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান। ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

মইনুদ্দিন রুহী বলেন, ‘জালেম সু চি ওইদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আরাকানের মুসলমানরা কেন পালিয়ে যাচ্ছে তিনি জানেন না। ধিক্কার জানাই অং সাং সুচিকে, আপনি মিথ্যাচার করছেন, জাতির সঙ্গে মিথ্যা কথা বলছেন। আপনি গোটা দুনিয়ার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আপনি কেন জানেন না, আপনার দেশে সেনাবাহিনীর মদদে উগ্র বৌদ্ধরা নির্যাতিত মুসলমানদের নির্বিচারে হত্যা করছে?’

তিনি বলেন, ‘আপনি বিশ্বের সর্বসেরা মিথ্যাবাদি হিসেবে আখ্যায়িত হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই, অং সাং সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করে তাকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হোক। গণহত্যার দায়ে তাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা হোক। আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে।’

চট্টগ্রামে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল (ছবি- চট্টগ্রাম ব্যুরো) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা ইসলামী ঐক্যজোটের এই নেতা আরও  বলেন, ‘আমরা দাবি জানাই অনতিবিলম্বে আরাকানের এই নির্যাতিত মুসলমানদের নাগরিকত্ব দিতে হবে, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আবাস্থলে ফিরিয়ে নিতে হবে।’

বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহানগর সেক্রেটারি আ. ন ম ওবায়দুল্লাহ,  সহ সভাপতি জয়নাল আবেদিন কতুবী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জহুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

পরে সমাবেশ শেষে বেলা আড়াইটার দিকে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন ঐক্যজোটের নেতাকর্মীরা। মিছিলটি লালদিঘি ময়দানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

রাখাইনের তমব্রু এখনও জ্বলছে (ভিডিও)

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ