X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি

বান্দরবান প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২১

বান্দরবানে চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি এ বছর বান্দরবানের ৩২টি পূজামণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব। সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও চলছে দুর্গোৎসবের শেষ মূহুর্তের প্রস্তুতি।

সরেজমিনে পূজামণ্ডপগুলো ঘুরে দেখা গেছে, দুর্গাপূজা উপলক্ষে মা দেবীকে বরণআর তার আরাধনায় জন্য ইতোমধ্যে জোরেসোরেই চলছে জেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ প্রস্তুতি, প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। আর তাই শেষ মহুর্তে ব্যস্ত সময় কাটাছে প্রতিমা কারিগর ও সাজসজ্জাকারীরা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজরকারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

প্রতিমা কারিগর ও সাজসজ্জাকারীরা জানান, ইতোমধ্যে আমাদের পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাই আমরা কঠোর পরিশ্রম করছি। অন্যান্য এলাকার চেয়ে এবার আমরা বান্দরবানে আলাদা এবং অন্যরকম কিছু করার চিন্তা করেছি।

রংয়ের কিছু কাজ ছাড়া প্রতিমা তৈরির বাকি কাজ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তারা।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দাশ (রাজেশ্বর) বলেন, ‘আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি। আশা করছি, আমাদের বান্দরবান জেলার প্রত্যেকটি পূজামণ্ডপে এবার সুন্দরভাবে পূজা উদযাপন হবে।’  

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমল কান্তি দাশ জানান,আশা করছি, সবার সহযোগিতায় আমরা জাতিধর্ম ও বর্ণ নির্বিশেষে একত্রে মিলিত হয়ে নির্বিঘ্নে এবং অত্যান্ত সফল ও সুন্দরভাবে এবারের পূজা পালন করতে পারবো। ইতোমধ্যে আমাদের প্রস্তুতিও সম্পন্ন প্রায় সম্পন্ন হয়ে গেছে।

বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘পূজা মণ্ডপকে ঘিরে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ ও ট্রাফিকের ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনার দাম আরও কমলো
সোনার দাম আরও কমলো
জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব
জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস