X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘ছায়েদুল হক বলতেন, আমার নির্বাচনে টাকা লাগে না’

উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩

নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ ‘ছায়েদুল হক টাকাপয়সা ছাড়াই পাঁচ বারের এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি সব সময় বলতেন, আমার নির্বাচনে টাকা লাগে না। আজ লাখো জনতার উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা সৎ ছিলেন।’ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের নামাজে জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছায়েদুল হকের নামাজে জানাজায় অংশ নেওয়া লাখো জনতার অনেকেই মুখেই ছিল তাকে হারানোর শোক ও কর্মকাণ্ডের গুণগান। নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ

দুপুর সোয়া ১২টার দিকে  নাসিরনগর কলেজ মোড়ে হেলিপ্যাড মাঠে লাশবাহী হেলিকপ্টার এসে পৌঁছালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী লাশটি গ্রহণ করেন। দুপুর ১২টা ৫০ মিনিটে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাখো জনতার উপস্থিতিতে ছায়েদুল হকের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রী-এমপিসহ সব রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম জানাজায় শরিক হওয়ার পর বলেন, ‘ছায়েদুল হক ছিলেন প্রবীণ রাজনীতিবিদ, সততার মূর্ত প্রতীক। তার শূন্যস্থান কিভাবে পূরণ হবে বুঝতে পারছি না। নাসিরনগরবাসীর কান্না, বিষণ্ণতাই প্রমাণ করে তিনি ছিলেন  এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি।’

এদিকে মন্ত্রীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এই কর্মসূচি শুরু হবে।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান জানান, কর্মসূচির মধ্যে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণসহ সব ধরনের বিজয় মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ

জানাজায় আরও অংশ নেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান, নাসিরনগর  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাসহ গণ্যমান্য ব্যক্তিরা এবং লাখো জনতা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী