X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় প্রবাসীর বাড়িতে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:৪২

প্রবাসীর বাড়িতে বিস্ফোরণ কুমিল্লার বুড়িচং উপজেলার বাজেবাহের চর গ্রামে শুক্রবার রাতে প্রবাসীর বাড়িতে বিকট শব্দে একটি বোমা সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। শনিবার (২৪ মার্চ) ঘটনাস্থল জাফর আলীর বাড়ি পরিদর্শন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

এলাকাবাসী জানায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহের চর গ্রামের পশ্চিম পাড়ার জাফর আলীর বাড়িতে শুক্রবার রাত ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। এতে বাড়ির দেয়াল জানালার কাঁচ, টাইলস এবং মেঝে ভেঙে যায়। বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এসে বাড়ির বারান্দায় গেটের সঙ্গে শুধু ধোয়া উড়তে  এবং একটি ডিভাইস ও তারযুক্ত বোমার মতো বস্তুর অংশ বিশেষ পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানায়, মৃত জাফর আলীর চার ছেলে শফিকুল (৪৭), তাজুল ইসলাম (৪৫), নজরুল (৪০) ও জহিরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। জহিরুল ইসলাম সৌদি আরব থেকে ছুটিতে কিছুদিন আগে বাড়িতে আসেন। শফিকুল দেশে আসেন এক সপ্তাহ আগে। তিনি পাশের চান্দিনা ধানসিড়ি আবাসিক এলাকায় আলাদা বাড়ি করেছেন। তার পরিবার সেখানেই থাকে।

শফিকুল জানান, রাতে তার ভাতিজা আরমান ও মামাতো ভাই লিটন টিভিতে খেলা দেখে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে বিষ্ফোরণের শব্দে সবাই জেগে ওঠে। বিষ্ফোরণে কেউ আহত বা নিহত হয়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার, প্রতিবেশী টিটু মিয়া এবং প্রতিবেশী চা দোকানিসহ এলাকার আরও কয়েকজন জানান, ওই পরিবারের সব পুরুষ সদস্যই প্রবাসে থাকেন। কারো সঙ্গে তাদের কোনও দ্বন্দ্ব আছে বলেও জানা নেই। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজসহ দান-খয়রাত করে প্রবাসী স্বচ্ছল এ পরিবারটি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের লোকজনসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এখনও ঘটনার কোনও কারণ জানা যায়নি। আলামত পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন