X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তারেক রহমানকে বীরের বেশে ফিরিয়ে আনা হবে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ এপ্রিল ২০১৮, ১৯:০২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৪৬

তারেক রহমানকে বীরের বেশে ফিরিয়ে আনা হবে: খন্দকার মোশাররফ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘লন্ডন থেকে তারেক জিয়াকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি যেভাবে চান, সেভাবে নয়। তারেক জিয়াকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা হবে। লন্ডন থেকে আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এখন আতঙ্কিত। সাধারণ জনগণ সারাদেশে এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করবে।’

সোমবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কাজির দেউরিতে অবস্থিত ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সভার আয়োজন করে নগর বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া এবং বিএনপিকে বাইরে রেখে দেশে কোনও সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলন করতে নির্দেশনা দিয়েছেন। সেজন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। প্রয়োজনে সময়োপযোগী কঠোর আন্দোলনে যাবে দেশের সাধারণ জনগণ।’ এ সময় তিনি কোনও শর্ত ছাড়া খালেদা জিয়াকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘খালেদা জিয়াকে জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রাখার জন্য মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। দেশে যদি আইনের শাসন থাকতো, তাহলে আপিলের মাধ্যমে উচ্চ আদালত থেকে খালেদা জিয়া মুক্তি পেতেন।’

মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জালাল উদ্দিন মজুমদার, সদস্য সামশুল আলম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিনসহ অনেকেই বক্তব্য রাখেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্র যেখানে বন্দি সেখানে নির্বাচনের প্রশ্নই আসে না। অবৈধ সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে। কিন্তু কেউ কোনও দিন গণতন্ত্রকে বন্দি করতে পারেনি। এটা সাগরের পানিতে বাঁধ দেওয়ার মতো। সাগরে বাঁধ দিয়ে যেভাবে পানি রোধ করা যায় না, তেমনি খালেদা জিয়াকে জেলে রেখে গণতন্ত্রকে বন্দি রাখা সম্ভব না।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি