X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে প্রতারণা করায় এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০১৮, ০৯:৩১আপডেট : ২২ মে ২০১৮, ১১:২২

 

পুলিশ পরিচয়ে প্রতারণা করায় এক ব্যক্তি আটক

কারা ফটকে ভুয়া পরিচয় দিয়ে আসামির স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. নাইমুল ইসলাম ওরফে মিরাজ (৩২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘নাইমুল প্রায়ই কারাফটকের সামনে ঘুরাঘুরি করতেন এবং আসামিদের স্বজনের কাছে কখনও নিজেকে পুলিশের উপ-পরিদর্শক, কখনও আইনজীবীর সহকারী, আবার কখনও আদালতের পেশকার পরিচয় দিতেন। আসামির স্বজনরা তার কথায় বিশ্বাস করলে জামিন করিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। সর্বশেষ গত ১৪মে সুমি নামে এক নারীর কাছ থেকে তার স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। ওই ঘটনায় সোমবার দুপুরে জনতা তাকে পিটিয়ে পুলিশে দিয়েছে।’

তিনি আরও বলেন,‘সুমি বেগমের স্বামী মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ২৬ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। গত ১৪ মে সুমি কারাগারে তার স্বামীকে দেখতে যান। ওই সময় নাইমুল নিজেকে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে তার স্বামীকে গ্রেফতার করেছেন বলে জানান। তাকে ২০ হাজার টাকা দিলে আসামিকে জামিন করিয়ে দিবেন বলে সুমি বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন। এরপর তার মোবাইল বন্ধ করে দেন। সোমবার দুপুরে সুমি তার স্বামীর সঙ্গে দেখা করতে গেলে নাইমুলের সঙ্গে পুনরায় তার দেখা হয়। এসময় জামিনের বিষয়ে জানতে চাইলে নাইমুল উল্টো সুমিকে গালাগাল দিয়ে তার স্বামীর ক্ষতি করার হুমকি দেন। এক পর্যায়ে সুমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে মারধর করে পুলিশে দেয়।

মোহাম্মদ মহসিন বলেন, তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ভুয়া পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সে স্বীকার করেছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা