X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গা ঢাকা দিয়েছে লক্ষ্মীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৮, ২১:০০আপডেট : ২৭ মে ২০১৮, ০০:৫৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা গা ডাকা দিয়েছে। বেশিরভাগ মোবাইল ফোনও বন্ধ করে রেখেছে। অনেকে আবার অন্য জেলায় আশ্রয় নিয়েছে। গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে মাদক ব্যবসায়ীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পরিবারের সন্তান, জনপ্রতিনিধি ও নারী রয়েছেন।

গোয়েন্দা সূত্র বলছে-কিছু মাদক ব্যবসায়ী নিজেদের ব্যবসার স্বার্থে স্থানীয় পত্রিকার কার্ড সংগ্রহ করেছে। সুবিধা মতো জায়গায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে।

গোয়েন্দাদের তালিকায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলম সুমন, চন্দ্রগঞ্জ এলাকার বাবলু, পার্বতী নগর এলাকার রিপন,বাঙ্গাখাঁ ইউনিয়নের হগুল ডহরী ইসমাইল হোসেন, ওদিলপুরের লেংরা ফরহাদ ও নেয়ামতপুরের ফরহাদ হোসেনের নাম আছে। রিপন হত্যা ও মাদকসহ ১৫টি মামলার আসামি। সে একবার গ্রেফতার হলেও জামিনে এসে আবার ইয়াবা ব্যবসা করছে।

এদিকে শীর্ষ তালিকায় নাম থাকা শেখ হারুনকে ১০০ পিস ইয়াবাসহ মঙ্গলবার (২২ মে) লক্ষ্মীপুর শহরের লইয়াস কলোনী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া বুধবার (২৩ মে) রাতে লক্ষ্মীপুর শহরের ৩নম্বর ওয়ার্ডের বাঞ্চানগরের আব্দুল আজিজকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। গত এক সপ্তাহে শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তবে, সাধারণ মানুষের দাবি এদের বেশিরভাগই মাদকসেবী বা খুচরা বিক্রেতা। আর মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই মাদক ব্যবসায়ীরা তাদের কৌশল পরিবর্তন করে তাদের ব্যবসা অব্যাহত রেখেছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন বলেন, ‘মাদকবিরোধী অভিযানের পর থেকে অনেকে গা-ঢাকা দিয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক ব্যবসায়ীদের নামের তালিকা ও ছবি দেশের সব জেলায় পাঠানো হয়েছে। যে যেখানে থাকুক গ্রেফতার হবেই। আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।’

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যুবলীগ নেতাসহ ২৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ