X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচরে নিহতের ঘটনায় ইউপিডিএফের পরস্পরবিরোধী বিবৃতি

রাঙামাটি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫

রাঙামাটি রাঙামাটির নানিয়রচরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র করে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরবিরোধী দুটি বিবৃতি দিয়েছে। নিহত দুজনকে প্রথমে নিজেদের কর্মী দাবি করে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর অপর এক বিবৃতিতে ইউপিডিএফ তা অস্বীকার করে।
দলত্যাগ করে ইউপিডিএফ-এ যোগ দেওয়ার অপরাধে এই দুই কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) বিরুদ্ধে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহালছড়ির সীমান্তবর্তী রামসুপারি পাড়া এলাকায় আকর্ষণ চাকমা (৪২) এবং শ্যামল কান্তি চাকমা সুমন্ত (৩০) নামের এই দুই সদ্য যোগ দেওয়া ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।
ঘটনার পর দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক একটায় সংস্কারবাদী জেএসএস’এর একদল সশস্ত্র সদস্য নানিয়াচর উপজেলার রামসুপারি পাড়ায় গিয়ে আকর্ষণ ও শ্যামল কান্তি চাকমা নামে তাদের দুজন কর্মীকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। নিহতরা দুজনই সংস্কারবাদী দল ত্যাগ করে ইউপিডিএফের কাছে আশ্রয় নিয়েছিলেন। অবিলম্বে তাদের হত্যাকারী সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
এর কয়েক ঘণ্টা পর ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এবং প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত অপর এক বার্তায় জানানো হয়– গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়াচরের রামসুপারি পাড়ায় জেএসএস সংস্কারবাদীদের গুলিতে নিহত যুদ্ধ মোহন চাকমা ওরফে আকর্ষণ (৪২) ও শ্যামল কান্তি চাকমা ওরফে সুমন্তকে (৩৫) বিভিন্ন অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় ইউপিডিএফের কর্মী বলে যে প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়।
নিহত দুই ব্যক্তি ইউপিডিএফের সঙ্গে যুক্ত নয় দাবি করে দ্বিতীয় বিবৃতিতে আরো বলা হয়, তারা কয়েক মাস আগে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে স্বাভাবিক জীবনে ফিরে এসে গ্রামে বসবাস করছিলেন। সংস্কারবাদীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পাহাড়িদের স্বার্থবিরোধী কার্যকলাপের প্রকাশ্যে সমালোচনা করার কারণে এবং মাফিয়াচক্রের মতো দলত্যাগের প্রতিশোধ নিতে তাদেরকে হত্যা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু