X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১১:১৯আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১১:৩১

চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী নিহত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাকিলার গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের এলেম হোসেন (৪৫) তার একমাত্র ছেলে মো. একরাম হোসেন (২৭), একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়ির আবু সুফিয়ান (৩৬)। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার বিল্লাল হোসেন ও সিএনজি চালক শাহজাহান।

পুলিশ জানায়, ওই যাত্রীরা শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকা থেকে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ শিকারের যাওয়ার পথে গোগরা এলাকায় বিপরীত দিকে আসা কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত স্কুটার চালকসহ অপর দুইজনকে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

টামটা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, নিহতরা সবাই চাঁদপুরে মাছ ধরার জন্য যাচ্ছিল। তারা রাত ৩টায় ওয়ারুক থেকে সিএনজিতে করে চাঁদপুরের উদ্দেশে যান।

চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন অটোরিকশা যাত্রী নিহত চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ বলেন, ‘চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। রাতের বেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স রাস্তার ওপর এলো-মেলোভাবে মাটি ফেলে রাস্তা সরু করে রাখায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া রাত্রে কুয়াশা থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই জয়নাল বলেন, ‘ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিএনজির ওপর দিয়ে গাড়ি চলে গেছে। এতে করে সিএনজির পেছনের সিটে বসা পিতা-পুত্রসহ একই এলাকার তিনজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র