X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বদির স্ত্রী শাহীন আক্তারসহ মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০২:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫৫
image

বদির স্ত্রী শাহীন আক্তারসহ মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়তে বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, একই আসন থেকে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীসহ মনোনয়নপত্র জামা দিয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার দুপুরে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছেশাহীন আক্তার মনোনয়নপত্র জমা দেন। নানান অভিযোগের কারণে সৃষ্ট বির্তক এড়াতে বদিকে বাদ দিয়ে এবার তার স্ত্রীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শাহিন আক্তার উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলাম চৌধুরী ঠাণ্ডা মিয়ার মেয়ে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি নিগার সুলতানা।
মননোয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শাহীন আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান। দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত। এ উন্নয়ন সুবিধা ভোগ করছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। তাই ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’
এদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জাতীয় পাটির প্রার্থী আবুল মনজুর, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ শোয়াইব, ইসলামী ঐক্যজোটের প্রার্থী রবিউল হাসান, গণঐক্যের প্রার্থী সাইফুদ্দিন খালেদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও এম গফুর উদ্দিন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মানোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, শাহীন আক্তার ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। সেসময় তিনি ৬৭৬ ভোট পেয়েছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!