X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬

 

নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ চর শুল্লুকিয়া গ্রামের ইসমাইল নগরে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা মো. হানিফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতকর্মীদের দায়ী করেছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘মো. হানিফকে মৃত অবস্থায় আনা হয় এবং তার চোখে ও মুখে মরিচের গুড়া মাখা ছিল, শরীরে এলোপাতাড়ি কোপের দাগ এবং পায়ে গুলির দাগ ছিল।’

জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট জানান, মো. হানিফ সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য ও নোয়াখালী-৫ সংসদ সদস্য পদপ্রার্থী একরামুল করিম চৌধুরী সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘আজ মঙ্গলবার সকাল থেকে জামায়াত বিএনপির নেতারা বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। প্রথমে নোয়াখালী-৫ আসনের কবিরহাটে যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইলসহ আমাদের দলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল জলিল, ইসমাইলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরে তারা দত্তের হাট বাজার এবং করিমপুরের নির্বাচনি অফিস ভাঙচুর করে। এরপর বিকাল পৌনে ৫টায় ২০০ থেকে ২৫০ জন অতর্কিত মো. হানিফের চোখে-মুখে মরিচের গুড়া মেরে এবং এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের ওপর নেচে মৃত্যু নিশ্চিত করে ও পায়ে গুলি করে।’       

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

 

/এআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী