X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘দেশকে জঙ্গিদের হাতে তুলে দেবেন না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৪২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দিন (ছবি– প্রতিনিধি)

দেশকে জঙ্গিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে যাবে? আমাদের স্বপ্নের প্রিয় মাতৃভূমি কি উন্নয়ন অগ্রগতির মডেল হবে নাকি ইরাক, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তানের মতো সন্ত্রাস-জঙ্গিবাদের দেশে পরিণত হবে। তবে সবার কাছে অনুনয় করে বলছি, দেশকে জঙ্গিদের হাতে তুলে দেবেন না।’

শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি ছিলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘দলের স্বার্থে, জনগণের স্বার্থে মহিউদ্দিন চৌধুরী ছিলেন আপসহীন এক মানুষ। সাংগঠনিক ক্ষেত্রে তিনি ছিলেন অবিচল। প্রয়াত এই নেতার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তার আদর্শের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা যদি এটা করতে পারি, এটিই হবে তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা নিবেদন।’

তিনি আরও বলেন, ‘অনেক নেতা আছেন দলের কোনও কাজে নেই, শুধু পদে আছেন। তারা কোনও সভায় আসেন না। তাদের মহিউদ্দিন চৌধুরীর আদর্শ ধারণ করে রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমিন, জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল, নারী নেত্রী ওয়াসিকা আয়েশা খান এমপিসহ নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা