X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতের ১৩শ’ রোহিঙ্গা এখন বাংলাদেশে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৯





রোহিঙ্গা শিবির ভারতে প্রত্যাবাসন এড়াতে সেদেশ থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। দিন দিন ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত এ মাসে ভারত থেকে ৩০০টি পরিবারের ১৩শ’ রোহিঙ্গা ভারত থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পালিয়া আসা রোহিঙ্গারা জানান, তারা জম্মু-কাশ্মির, নয়াদিল্লি ও হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। গত কয়েক মাসে ভারত থেকে দু'দফায় রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হয়। এছাড়া আটক করা হয় বহু রোহিঙ্গাকে। এ থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। সম্প্রতি সৌদি আরবে থাকা রোহিঙ্গাদেরও বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, এ মাসে হঠাৎ করে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে। এ মাসে তিনশ’ পরিবারের ১৩শ’ রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের উখিয়ার ট্রানজিট পয়েন্টে আশ্রয় শিবিরে আন্তর্জাতিক সংস্থা-ইউএনএইচসিআর এর তত্বাবধানে রাখা হয়েছে। ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়টি পররাষ্ট্র দফতরে অবহিত করা হয়েছে।

রোহিঙ্গা নেতাদের মতে, ভারত থেকে পালিয়ে আসা কিছু পরিবার নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরের আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছে।

টেকনাফের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির আবদুল মতলব বলেন, ‘ভারতে যেসব এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিলেন তারা এখন সেখানে ভালো নেই। তাছাড়া রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেবে- এই ভয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। সে দেশের সরকার সেখানে আশ্রিত রোহিঙ্গাদের ভালোভাবে দেখছে না।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু