X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি হবে স্মার্ট কার্ড’

কুমিল্লা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১১:৪৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১১:৪৭

বক্তব্য রাখছেন মোহাম্মদ সাইদুল ইসলাম দেশের চাহিদা পূরণের পর, স্মার্ট কার্ড বিদেশে রফতানি করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে যে মেশিন রয়েছে দেশের সব নাগরিক স্মার্ট কার্ড পাওয়ার পর, আমরা বিদেশে রফতানি করতে পারবো। স্মার্ট কার্ড নিতে আমাদের সঙ্গে তিনটি দেশ যোগাযোগ করেছে। বিদেশি প্রতিষ্ঠান সময় মতো আমাদের কার্ড না দেওয়ায়, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছি।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) কুমিল্লা টাউনহল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ওই অঞ্চলের ছয়টি জেলার ৫৪টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আগে বীরচন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলাসহ কুমিল্লা অঞ্চলের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের আউটপুট হচ্ছে জাতীয় পরিচয়পত্র। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রম এই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। জাতীয় পরিচয়পত্র আগামী দুইশ’ বছরে অন্তত দুইশ’ কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে।’

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজিম উল আহসান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও নোয়াখালী জেলার নির্বাচন কর্মকর্তা বদিউল আলম।

প্রথম দফায় কুমিল্লা অঞ্চলের ৫৪টি উপজেলায় এ কার্যক্রম চলবে। ২৩ এপ্রিল থেকে আগামী ১৫ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১৬ মে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আ.লীগ নেতার
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আ.লীগ নেতার
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?