X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বান্দরবানে শ্রমিকদের ওপর স্বেচ্ছাসেবকলীগের হামলা

বান্দরবান প্রতিনিধি
০১ মে ২০১৯, ২৩:৫৮আপডেট : ০২ মে ২০১৯, ০০:০৩

বান্দরবান বান্দরবানে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় সাব-ঠিকাদারসহ চারজন আহত হয়েছেন। বুধবার (১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, নীলাচল সড়কে স্বেচ্ছাসেবকলীগের নেতা ফারুকের নেতৃত্বে শ্রমিকদের মারধর করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের পর্যটন স্পট নীলাচল সড়কে নির্মাণাধীন সড়কের ওপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে বাধা দেয় শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাসেবকলীগের নেতার বাকবিতণ্ডার একপর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন ফাহিমের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রমিকদের বেধড়ক মারধর করে। এ ঘটনায় নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেম (৪৫), মফিজুর রহমান (২৫), আবু সালাম (২৩) ও মোহাম্মদ মিজান (২৫) আহত হন।

খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে গুরুতর সাব ঠিকাদারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।

শ্রমিক মাহাবুব ও আমির হোসেন জানান, স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে কয়েকজন রাস্তার ভিটুমিনের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেন। বাধা দেওয়ায় চাঁদা দে বলে শ্রমিকদের মারধর করেন তারা। ফোন করে ১৫-১৮ জন লোক নিয়ে এসে শ্রমিকদের পেটান।

নির্মাণ কাজের মূল ঠিকাদারের ভাই শফিকুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে সে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে। শ্রমিকরা বাধা দেওয়ায় মে দিবসের মতো দিনে শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় মামলা করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাই‌লে বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন ফাহিম ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস