X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফেনী শহরে প্রতিদিন ২৫ লাখ টাকার ইফতার সামগ্রী বিক্রি

ফেনী প্রতিনিধি
২০ মে ২০১৯, ১০:২৬আপডেট : ২০ মে ২০১৯, ২০:২১

ইফতার সামগ্রী ফেনীতে রমজান মাসের প্রথম দিন থেকে জমে উঠেছে ইফতারের দোকানগুলো। জেলা শহরের প্রায় একশ’ দোকানে প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকার ইফতারি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (১৯ মে) বিকালে সরেজমিন ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, লালপুল, জেল রোড, কলেজ রোড, ফেনী মডেল থানার সামনে, সদর হাসপাতাল মোড় ও স্টেশন রোডে সরেজমিন দেখা গেছে, এসব দোকানে ইফতারির পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। বিকাল গড়িয়ে ইফতার পর্যন্ত অধিকাংশ দোকানে ক্রেতাদের ভিড় লেগে ছিল।

দোকানিরা জানান,গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রীর দাম বৃদ্ধি পেলেও ক্রেতাসমাগমে কোনও কমতি নেই। রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতারের দোকানগুলো। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ক্রেতাদের ভিড় আর বিক্রেতার ব্যস্ততায় সরগরম থাকে ইফতার বাজার।

এসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, শাহী জিলাপি, ছোলা, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ, সবজি রোল, চিকেন রোল, চিকেন টিক্কা, চিকেন বিরানি, ডিম খিচুড়ি, কাঁচা বুট, চিকেন জালি কাবাব, মাটন জালি কাবাব, নারিকেল সমুচা, পাটিসাপটা, লাচ্ছা সেমাই, চিকেন হালিম ও ফিরনি। তবে এরমধ্যে বেশি কদর জিলাপি, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজু ও হালিমের।

রোজাদারদের কাছে ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের খেজুর ও মুড়ি। খেজুর সর্বনিম্ন ১৮০ থেকে ২৫০ টাকা এবং মুড়ি ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া জিলাপি ১০০ থেকে ১৬০, বুন্দিয়া ১২০ থেকে ১৬০, সিদ্ধ ছোলা ১১৫ থেকে ১৫৫ কেজি, ছানার পোলাও ১৫০ থেকে ১৬০, বেগুনি ৪ ও ৬ টাকা পিস, আলুর চপ ৩ থেকে ৫ টাকা, পেঁয়াজু ৩ থেকে ৫ টাকা, সবজি রোল ৮ থেকে ২৫ টাকা, শামি কাবাব ৩০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কলা প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ইফতার সমগ্রী কিনছে ক্রেতারা

ফেনীর ট্রাংক রোড, জেল রোড ও মহিপালে ইফতারি কিনতে আসা সাজু, শামীম, বিকাশ, হৃদয়, মেজবাহ, মামুন, শহিদুলসহ কয়েকজন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইফতার সামগ্রীর দাম কিছুটা বেড়েছে। এ কারণে অনেকেই পছন্দের ইফতারি কিনতে পারছেন না।

ট্রাংক রোড এলাকায় ইফতার কিনতে আসা আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘ইফতার সামগ্রীতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও রঙ। কর্তৃপক্ষের তদারকি না থাকায় ছোট-বড়-মাঝারিসহ অধিকাংশ দোকানে দেদার এসব ইফতারি বেচাকেনা হচ্ছে। আর আমার মতো ক্রেতারা বাধ্য হচ্ছেন এই বিষাক্ত খাদ্য ক্রয় করতে।’ এদিকে মূল্য বৃদ্ধি সত্ত্বেও দোকানে ক্রেতাদের ভিড় থাকায় বিক্রেতারা বেশ খুশি।

ফেনীর অতিথি হোটেলের নির্বাহী পরিচালক ভিপি আতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেনীর ঐতিহ্যবাহী হোটেল হিসেবে খাদ্যের মান বজায় রেখে রমজান মাসে রোজাদারদের চাহিদা অনুযায়ী সুস্বাদু ইফতার সামগ্রী তৈরি করা হয়। প্রতিদিনই বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ইফতারির জন্য ক্রেতাদের ভিড় লেগেই থাকে।’

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সাইফুর রহমান সাইফু জানান, ফেনীতে জমে উঠেছে ইফতারির বাজার। গত বছরের চেয়ে এবার ব্যবসায়ীদের বিক্রয়ও বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার ইফতারি বিক্রি হচ্ছে।

 

/জেবি/এমওএফ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী