X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১৪ দিন বিদ্যুৎহীন বরকল ও জুরাছড়ি উপজেলা

রাঙামাটি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৮:২৭আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৮:৩৭

বিদ্যুৎ ভবন, রাঙামাটি (ছবি– প্রতিনিধি)

গত ১৪ দিন ধরে রাঙামাটির বরকল ও জুরাছড়ি উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। সর্বশেষ গত ৬ জুলাই এ দুই উপজেলায় বিদ্যুৎ ছিল।  স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর দুই উপজেলার নির্বাহী অফিসার বলছেন, বিদ্যুৎ না থাকায় সরকারি কাজ ঠিকঠাক করা যাচ্ছে না। এদিকে, বিদ্যুৎ বিভাগ বলছে, আগামীকাল শনিবারের (২০ জুলাই) মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।

স্থানীয়দের অভিযোগ, আকাশে মেঘ করলে বা হালকা বাতাস এলেই বিদ্যুৎ থাকে না দুই উপজেলায়। ‘লাইনে সমস্যা’ এমন অজুহাত দেখিয়ে তাদের ভোগায় বিদ্যুৎ বিভাগ। অনেকসময় লো-ভোল্টেজ করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জুরাইছড়ি উপজেলাবাসী। রবিবারের মধ্যে বিদ্যুৎ না এলে বিল বর্জনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা তপন কান্তি দে বলেন, ‘২০১৫ সালে বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই উপকেন্দ্র থেকে জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয় সরকার। কিন্তু তখন থেকে মাসে গড়ে ১৫-২০ দিন বিদ্যুৎ থাকে না। আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ না এলে বিল বর্জন, জেলা বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গেও কথা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন, বিদ্যুতের আর খবর নেই। আমরা নিরুপায়।’

রাঙামাটি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মো. মিরাজ হোসেন বলেন, ‘গত ৬ জুলাই থেকে ভারী বর্ষণ শুরু হয়। এ কারণে লাইনে সমস্যা হয়েছে। বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল –এই তিন উপজেলায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। ইতোমধ্যে বিলাইছড়িতে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। আশা করছি, আগামীকালকের মধ্যে বাকি দুই উপজেলায় বিদ্যুৎ দেওয়া যাবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ