X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৬:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৭:০১

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ বাবুল (২৬) নামে একজন নিহত হয়েছে; যাকে চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’ বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) ভোররাতে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য জানিয়েছেন।

নিহত মোহাম্মদ বাবুল হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন– এসআই মোহাম্মদ বাবুল, কনস্টেবল মোহাম্মদ আজিজ ও রয়েল বড়ুয়া। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড কার্তুজ, ৭ রাউন্ড কার্তুজের খোসা ও পাঁচহাজার পিস ইয়াবা পাওয়া যায় বলেও দাবি করেছেন ওসি।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘আজ (শুক্রবার) ভোররাতে থানা পুলিশের একটি টিম উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড়ে বাবুলের বাড়িতে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে অভিযানে যায়। এসময় বাবুলসহ মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় বাবুলকে উদ্ধার করা হয়। পরে আহত বাবুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’

জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ জানি আলম বলেন, ‘পুলিশ ভোররাতে এক ব্যক্তিকে নিয়ে আসে। তার শরীরে গুলি লেগেছিল। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি প্রদীপ বলেন, ‘মাদক কারবারির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত বাবুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

 

/এমএ//এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী