X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের দুই শতাধিক সিমসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

আটক তিন রোহিঙ্গা (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে ২২২টি মিয়ানমারের সিমকার্ডসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা তাদের আটক করেন; পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক তিন রোহিঙ্গা হলো– মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ জানায়, টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা ট্রলারে করে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিম আনা হয়েছিল। মঙ্গলবার ট্রলার মাঝিসহ তিন রোহিঙ্গা সিমগুলো নিয়ে যাওয়ার পথে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাদের আটক করেন। তাদের কাছ থেকে মিয়ানমারের ২২২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। পরে পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মো. জসীম উদ্দীন জানান, সন্দেহ হওয়ায় তিন রোহিঙ্গাকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে মিয়ানমারের সিম পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, মিয়ানমারের সিমসহ আটক হওয়া তিন রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে মোবাইল নের্টওয়ার্ক বন্ধ করে দিয়েছে সরকার। এই অবস্থায় মিয়ানমার থেকে সিম আসা শুরু হয়েছে। আর এক্ষেত্রে সিম পাচারের পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দরকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে