X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কর দিলে কেউ গরিব হয় না: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

বক্তব্য রাখছেন আ জ ম নাছির (ছবি– প্রতিনিধি)

কর দিলে কেউ গরিব হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘কর দেওয়ার সক্ষমতা থাকার পরও যারা কর দিচ্ছেন না, তাদের কর দিতে এগিয়ে আসতে হবে। কারণ, কর দিলে দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়ন হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়বে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘কর রাষ্ট্রের হক। তাই সবাইকে কর দিতে হবে। কর দিলে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হয়। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। এখন বলছে, উন্নয়নের রোল মডেল আমরা। অর্থনৈতিক বিস্ময়ের দেশ। আমাদের প্রত্যাশা আকাশচুম্বী; যার বাস্তবায়ন নির্ভর করে পরিকল্পনা, সদিচ্ছা, আন্তরিকতার ওপর।’

তিনি আরও বলেন, ‘কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি, তা দূর করতে হবে। করদাতার মাইন্ড-সেট পরিবর্তন করতে হবে। আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার ইকবাল হোসেন, কর কমিশনার ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী।

বক্তব্যদান শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র।

সাতদিনের এই মেলা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় করদাতারা সোনালী, জনতা, বেসিক ব্যাংকের বুথে আয়কর জমা দিতে পারবেন। মেলায় ৪৬টি বুথ, নতুন করদাতার জন্য ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ, নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, সশস্ত্র বাহিনীর করদাতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য কাউন্টার থাকবে। ই-পেমেন্টের মাধ্যমে আয়কর জমার সুবিধা ও রিটার্ন পূরণে সহায়তার জন্য থাকবে হেল্প ডেস্ক।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ