X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ শেষে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবেন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:০২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

দেশের ৯৪ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন গ্রামে এয়ারকন্ডিশনারের শো-রুম গড়ে উঠছে। মুজিববর্ষ (২০২১ সাল) শেষে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবেন।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের একদশক শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ।

হাছান মাহমুদ বলেন, ‘দেশে আগে দুর্যোগ হলে বহির্বিশ্বের কাছে সাহায্য আহ্বান করা হতো। এখন আমরা অন্যদের সাহায্য দিই। এখন কলকাতার মানুষ বাংলাদেশে বেড়াতে আসে। টাকার মানও কাছাকাছি। শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে এই পরিবর্তন, দেশের এই বদলে যাওয়া। বিএনপির অপ-রাজনীতি, পেট্রোলবোমা হামলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ না করলে দেশ আরও এগিয়ে যেতো।’

খাদ্যঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এখন আমরা পোস্টারে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই—লিখি না। কারণ, ক্ষুধাকে জয় করেছে বাংলাদেশ। তাই এখন লিখি, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সভায় মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন; স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু কন্যার দেশ পরিচালনার সুফল জনগণ পেতে শুরু করেছেন। এ দেশের মাটি, মানুষের প্রতি উনার দায়বদ্ধতা আছে। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। এটিকে শিল্পনির্ভর করতে হবে। সেই লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি