X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ হাজার কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ২০:২১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:২৮

মুক্তিযোদ্ধাদের গায়ে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় গত ১০ দিনে ৬০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এ কথা জানান। সেখানে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ১৪০ জন মুক্তিযোদ্ধার গায়ে তিনি কম্বল জড়িয়ে দেন।

জেলা প্রশাসক জানান, একশটি ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত সরকারি কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। পাইপ লাইনে আরও কম্বল আছে। সেগুলো আসা মাত্র শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। এই বছর আগ থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছায় অসহায় ও দুস্থ মানুষ শীতে তেমন কষ্ট করেননি। ইতোমধ্যে রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী, ঋষি সম্প্রদায় ও বেদে সম্প্রদায়ের মধ্যেও কম্বল বিতরণ করা হয়েছে। সরকারি ৬০ হাজার কম্বল ছাড়াও বিভিন্ন বে-সরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ হাজার কম্বল বিতরণ কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম. মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রা উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে কর ফাঁকি বন্ধে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে কর ফাঁকি বন্ধে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র
দই দিয়ে আইসক্রিম!
দই দিয়ে আইসক্রিম!
‘সরকার-নাগরিকের মধ্যে অংশীদারত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে’
‘সরকার-নাগরিকের মধ্যে অংশীদারত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে’
প্রথাগত গল্পই লিখেছেন অ্যালিস মানরো : হামীম কামরুল হক 
প্রথাগত গল্পই লিখেছেন অ্যালিস মানরো : হামীম কামরুল হক 
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল