X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধানের শীষের প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

চট্টগ্রাম গণসংযোগে পরিকল্পিত হামলার অভিযোগ এনে নির্বাচন কমিশন কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা (চট্টগ্রাম) হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। চট্টগ্রাম-৮ (বোয়াখালী ও চাঁদগাওয়ের আংশিক) আসনে এই উপনির্বাচন হচ্ছে।

নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা ধানের শীষের প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন আবু সুফিয়ান। আমরা তার অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছি।’

হাসানুজ্জামান আরও বলেন, ‘এখন পর্যন্ত এই উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনও ঘটনা আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে বলে আমরা মনে করছি।’

অভিযোগপত্রে আবু সুফিয়ান দাবি করেন, ‘শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর মনছুর আওলিয়ার মাজার জেয়ারত শেষে গণসংযোগ শুরু করেন। গণসংযোগ শুরু কিছুক্ষণ পর আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন চৌধুরীর অনুসারীরা বিশেষ করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনাফ, পৌরসভা যুবলীগের সভাপতি কাজী রাসেলের নেতৃত্বে ৩০-৪০জন সন্ত্রাসী আমার গণসংযোগে পেছন থেকে হামলা করে। এ ঘটনায় অন্তত চার নেতাসহ ১০জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।’

অভিযোগপত্রে আরও বলা হয়, এর আগে আমার নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা আমি আপনাদের অবহিত করেছিলাম। ওইসব ঘটনায় পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা নিয়মিত হুমকি দিচ্ছে এবং হামলা চালিয়ে আমাদের লোকজনদের আহত করছে। তাদের এমন আচরণ নির্বাচনি আচরণ বিধিমালাকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শনের শামিল। নৌকা প্রতীক সমর্থিত কর্মীদের এ সন্ত্রাসী, বেআইনি কার্যক্রম সাধারণ ভোটার ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে ভয়-ভীতির সৃষ্টি কছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সন্দেহ, সংশয় তৈরি হয়েছে।’

আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ১ ডিসেম্বর এই তফসিল ঘোষণা করেছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে