X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্তের জন্য দুই লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ০৩:৪২আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:৪৪



ময়নাতদন্তের জন্য দুই লাশ উত্তোলন ময়নাতদন্তের জন্য নোয়াখালীর কোম্পানীগঞ্জে  কবর থেকে দুই ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তারা হলো- সবুজ ও মহিউদ্দিন। সোমবার (২০ জানুয়ারি)  সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রাম ও একই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের মরদেহ তোলা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশে দাফনের ২ মাস ২৪ দিন পর তাদের লাশ উত্তোলন করা হলো। এ সময়  নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান উপস্থিত ছিলেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর রাত ও পরের দিন সকালে বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে ৬ জনের মৃত্যুর অভিযোগ ওঠে। তাদের মধ্যে এ দুজনও ছিলেন। কিন্তু, ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়। পরে স্থানীয় শাহজাহান সাজু  নামের এক ব্যক্তি রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ উল্যাহ (৬৫) ও তার ছেলে মিজানুর রহমান প্রিয়মকে (২৯) আসামি করে ২৮ সেপ্টেম্বর শনিবার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা (নম্বর-২৭, তারিখ-২৮/৯/২০১৯) দায়ের করেন। 

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?