X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ থেকে ছেলে ফেরার পর করোনার উপসর্গ নিয়ে বাবার মৃত্যু

ফেনী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৪:২০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৪:২৬

ফেনী ফেনীতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি সদর উপজেলার শিবপুর গ্রামে। তার মৃত্যুর পর ওই এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুন নবী বাবর জানান, ২৪ মার্চ ওই ব্যক্তির ছেলে  নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন। তারপর থেকে তিনি জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার (৭ এপ্রিল) তার জ্বর,  গলাব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে গেলে  তার ছেলে এক চিকিৎসককে ফোন করেন।  করোনা উপসর্গ থাকায় চিকিৎসক তাদের ঠিকানা জিজ্ঞেস করেন। এরপর ছেলে কথা শেষ না করেই মোবাইল বন্ধ করে দেন। পরে চিকিৎসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ওই বাড়ি শনাক্ত করেন।  বুধবার (৮ এপ্রিল) রাতে প্রশাসনের অনুমতি নিয়ে ওই এলাকায় লকডাউন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, ‘আমাদের কাছে যখন খবর আসে তখন ওই ব্যক্তির অবস্থা কিছুটা সংকটাপন্ন ছিল। তখনই তাকে আইসোলেশনে নিয়ে ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজন মনে হয়েছিল। কিন্তু পরিবারে বাধার মুখে তাকে আনতে গিয়ে অ্যাম্বুলেন্স ফিরে আসে। নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। রাতেই বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হয়েছে। বর্তমানে ওই এলাকা লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেজ (বিআইটিআইডি)সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর  রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!