X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সড়কে যানজট, সীমিত পরিসরে খুলেছে দোকান

আবদুল আজিজ, কক্সবাজার
০৮ মে ২০২০, ১৭:৩০আপডেট : ০৮ মে ২০২০, ১৭:৩৯

 

বৃহস্পতিবার কক্সবাজার শহরের থানা রাস্তার মাথা এলাকা করোনা পরিস্থিতিতে কক্সবাজার জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও শহরজুড়ে যানজট লক্ষ করা গেছে। শহরের প্রধান প্রধান সড়কের অনেক এলাকা ফিরেছে পুরনো চেহেরায়। বৃহস্পতিবার (৭ মে) শহর ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এদিকে দোকান মালিক সমিতির নেতারা বলছেন, সরকারের নির্দেশনায় ১০ মে এর পর বৃহৎ পরিসরে দোকানপাট খোলার চিন্তা করছেন তারা। অপরদিকে, কক্সবাজারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়ছে সচেতন মহল।

জানা যায়, গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে প্রয়োজনীয় মালামাল, কাঁচামাল, মাছ ও ওষুধের দোকান ছাড়া কক্সবাজারের সব দোকানপাট বন্ধ ঘোষণা করে প্রশাসন। এর দুই একদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় গণপরিবহনসহ ছোট বড় যানবাহন। হাতে গোনা কয়েকটি রিকশা, টমটম চলাচল করলেও শহর জুড়ে নেমে আসে নীরবতা। পরে গত ৮ এপ্রিল থেকে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। একইসঙ্গে জেলার ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পও লকডাউন করা হয়। সেই থেকে কার্যত কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু, গত দুই দিন ধরে শহরে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বেড়েছে যানবাহনের সংখ্যাও। সেই আগের মতো নেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। কাজেই কক্সবাজার শহরের অনেককাংশে ফিরে এসেছে সেই পুরনো চেহারা।

বৃহস্পতিবার কক্সবাজার শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প এলাকা শহর ঘুরে দেখা যায়, হলিডে মোড়, বিমানবন্দরের রাস্তার মাথা, ভোলা বাবুর পেট্রোল পাম্প, বাজারঘাটাসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অবশ্য, শহরের বড় বড় শপিং মলগুলো না খুললেও কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে।

গত দুই দিন ধরে শহরের নিম্ন আয়ের মানুষেরা ঘরের বাইরে বের হতে শুরু করেছেন। চা, পান, সিগারেট, বস্ত্র ও জুতা, ম্যাট্রেসের দোকান। এমনকি কামারের দোকানও খুলতে শুরু করেছে। রাস্তায় বেড়েছে রিকশা, টমটম ও সিএনজি চলাচল। নির্মাণ শ্রমিকদের অনেকেই যোগ দিয়েছেন কাজে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লকডাউনের মধ্যে রাস্তায় হাজারো মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। তবে দূরপাল্লার যানবাহন এখনও বন্ধ রয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির কক্সবাজার শাখার সভাপতি মুজিবুর রহমান বলেন, 'সরকারের নির্দেশনা অনুযায়ী, ১০ মে এর পর দোকান খোলার সম্ভাবনা রয়েছে। তবে যেসব ব্যবসায়ী এবং দোকান কর্মচারী জেলা শহরের বাইরে রয়েছেন, তাদের কক্সবাজার শহরে আসতে নিষেধ করেছি। যদি অমান্য করে কেউ চলে আসেন, তবে প্রশাসনের সহযোগিতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বৃহস্পতিবার কক্সবাজার শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প এলাকা মুজিবুর রহমান আরও বলেন, 'করোনা পরিস্থিতিতে এক সপ্তাহ দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অথচ দেড় মাস ধরে দোকান বন্ধ রাখতে হয়েছে। এতে করে কিছু দোকান কর্মচারী এবং ব্যবসায়ী সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এসব কর্মচারী ও ব্যবসায়ীরা এলাকার ভোটার না হওয়ায়, এ পর্যন্ত কোনও  ত্রাণ সহায়তাও পাননি। এ কারণে, শহরের ছোটখাটো কিছু দোকানপাট খোলা হলেও আমরা তাদের নিষেধ করছি না। আমরা আগামীতে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার চিন্তা করছি।'

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের অন্যান্য এলাকার মতো কক্সবাজারেও শিথিল করা হয়েছে লকডাউন। তবে বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। রয়েছে জেলা প্রশাসনের নজরদারিও।'

জানতে চাইলে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘কক্সবাজারে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। এ অবস্থায় ঘরে থাকাই নিরাপদ। যদি কোনও কারণে ঘরের বাইরে যেতেই হয়, তাবে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনেই যেতে হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো