X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘প্রকাশ্যে ঘুরছে বাচ্চু হত্যা মামলার আসামিরা’

কুমিল্লা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮

কুমিল্লা ‘কুমিল্লা কালিরবাজার কমলাপুরে ড্রাইভার আলী আকবর বাচ্চু খুনের ঘটনার তিন মাস পার হলেও কোনও আসামি এখনও গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো নিহতের দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী রেহানা বেগম ও আনারকলি বেগম এবং তাদের সন্তানদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় তাদের তুলে নিয়ে নির্যাতন, খুন ও গুম করার হুমকিতে আতঙ্কিত এই দুই পরিবারের সদস্যরা।’ সোমবার (৩১ আগস্ট) বিকালে জেলার নাজিরা বাজার এলাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মামলার বাদীসহ নিহতের পরিবারের অন্য সদস্যরা। এ সময় তারা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আসামিদের গ্রেফতার ও বাদীর নিরাপত্তা বিধানের দাবি জানান।

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৫ মে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের কমলাপুর (চৌধুরী বাড়ি) গ্রামে ট্রাক চালক আলী আকবর বাচ্চুকে প্রথম স্ত্রী’র সহযোগিতায় তিন ছেলে খোকন, ছোটন ও রোকন নিজ বাড়িতে বেধড়ক মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে আহত অবস্থায় ফেলে যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ এসে আহত বাচ্চুকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মারা যান। এ ঘটনায় নিহতের তৃতীয় স্ত্রী বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন ছেলে রোকন, ছোটন, খোকন ও প্রথম স্ত্রী রৌশন আরাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে মামলার বাদী আনার কলি, কন্যা ফারহানা আক্তার, বোন রেহানা আক্তার ও শিরিনা আক্তার জানান, প্রকাশ্য দিবালোকে বাচ্চু ড্রাইভারকে কুপিয়ে হত্যার পর তিন মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে তাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মামলার বাদী আনারকলি বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেফতার করেতে পারছে না। উল্টো আসামিরা মামলা তুলে নিয়ে আপস রফা করে তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি আতঙ্কে দিন পার করছি আমরা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম, কন্যা জিন্নাত আরা, জান্নাত আক্তার, নিহতের বোন রেহানা বেগম, আয়শা বেগম, শাহানারা বেগম, জাহানারা বেগম ও রুমি আক্তারসহ অন্যরা।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এসআই ফারুক বলেন, ‘বাচ্চু হত্যা মামলার আসামিরা এলাকায় নেই, পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। অভিযান অব্যাহত আছে, আশা করি, দ্রুতই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা