X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের মোকাবিলায় যুবলীগই যথেষ্ট’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২০, ২২:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২২:২১

সংবর্ধনা অনুষ্ঠানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান নিক্সনসহ অন্যরা ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের মোকাবিলা করার জন্য যুবলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান নিক্সন। তিনি বলেন, ‘ভাস্কর্যকে ইস্যু বানিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন, উনার পর্যন্ত যেতে হাজার বছর লাগবে। আগে যুবলীগের সামনে আসেন। সারাবাংলায় আপনারা যুবলীগকে মোকাবিলা করার যোগ্যতা রাখেন না। কোন দেশের টাকা খাচ্ছেন, কী এজেন্ডা বাস্তবায়ন করতে চান; তা আমরা জানি। আপনাদের মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট।’

সোমাবার (৩০ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদিকে সংবর্ধনা দিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন প্রধান অতিথি ছিলেন।

মুজিবর রহমান নিক্সন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতীকী কিছু নয়। বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতার বিষয় জড়িত। দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা মিশ্রিত। যার বাবা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিল, সে বঙ্গবন্ধুর বিরোধীতা করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। ভাস্কর্য ও মূর্তির প্রভেদ যারা বোঝে না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি।’

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামীলীগ সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগ, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সংবর্ধিত যুবনেতা বদিউল আলম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. রাসেদুল আলম।

সংবর্ধিত অতিথি বদিউল আলম বদি বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অতীতের মতো বিশ্বস্ততার সঙ্গে পালন করবো। প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন তরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি দক্ষ, প্রশিক্ষিত, আধুনিক, বিজ্ঞানমনস্ক যুবসমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!