X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মেয়র প্রার্থীসহ ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্সপার্টিসহ বিভিন্ন দলের ৬জন মেয়র প্রার্থীসহ পৌরসভার ১২টি সাধারণ ওয়ার্ড ও ৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ৮৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে মেয়র পদে ০৬জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মঙ্গলবার নির্বাচনি আচরণবিধি ভেঙে সকাল ১০টার পর থেকেই ঢাক-ঢোল বাজিয়ে, শহরে মোটর সাইকেল র‌্যালি করে উৎসব মুখর পরিবেশে পৌর এলাকার কাউতলীতে অবস্থিত জেলা নির্বাচন অফিসে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমানের কাছে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকারী মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, বিএনপি মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খোকন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবদুল মালেক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল কারিম।

এ ছাড়াও পৌরসভার ১২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে ০৩ জন, ২নং ওয়ার্ডে ০৪ জন, ৩নং ওয়ার্ডে ০৩ জন, ৪নং ওয়ার্ডে ০৭ জন, ৫নং ওয়ার্ডে ০৫ জন, ৬ নং ওয়ার্ডে ০১ জন, ৭ নং ওয়ার্ডে ১০ জন, ৮ নং ওয়ার্ডে ০৭ জন, ৯নং ওয়ার্ডে ০৫ জন, ১০ নং ওয়ার্ডে ০৬ জন, ১১ নং ওয়ার্ডে ০৮ জন ও ১২ নং ওয়ার্ডে ০৪ জন।

এছাড়া ৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডে-(১,২ ও ৪নং ওয়ার্ড) ০৩ জন, সংরক্ষিত ২নং ওয়ার্ডে-(৩,৫ ও ৮নং ওয়ার্ড) ০৪ জন, সংরক্ষিত ৩নং ওয়ার্ডে-(৬,৭ ও ৯নং ওয়ার্ড) ০৪ জন এবং সংরক্ষিত ৪নং ওয়ার্ডে-(১০,১১ ও ১২নং ওয়ার্ড) ০৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।   

বিএনপি প্রার্থী জহিরুল হক খোকন মনোনয়নপত্র জমা দিচ্ছেন

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারি প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বলেন, মেয়র পদে ৬ জন, ১২টি সাধারণ ওয়ার্ডে ৬৩ জন এবং ৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, পৌরসভার ৬ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওমর ফারুক জীবন মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?