X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ

ফেনী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৮

ফেনীর দাগনভূঞা বাজারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দাগনভূঞা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মির্জা কাদের এই হামলার জন্য ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন।

এদিকে, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার দারিব জানান।

সকাল সাড়ে ৯টার দিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের ফেসবুক লাইভে এসে বলেন, ‘সকাল ১০টায় চট্টগ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। যারা ফেনীতে একরামকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরী ও নিজাম হাজারীর সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে একটা ট্রাক থাকায় আমি বেঁচে যাই।’

তিনি আরও বলেন, ‘পেছনে থাকা বহরের ১০-১২টি গাড়ির ওপর হামলা করা হয়েছে। এতে সেলিম নামের আওয়ামী লীগের এক নেতাসহ দুই জন আহত হয়েছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের জন্য গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। ফেনীর দাগনভূঞা বাজার এলাকা অতিক্রম করার সময় কয়েক যুবক মির্জা কাদেরের গাড়ি বহরে ডিম ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বহরে থাকা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এই বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো