X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৩

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত তিন জনের মধ্যে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর প্রধান ডাকাত জকির রয়েছে। নিহত দুজনও ডাকাত জকিরের সহযোগী বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব তাদের নাম নিশ্চিত করতে পারেনি।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি পাহাড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বন্দুক, ৫টি ওয়ান শুটারসহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। র‌্যাবের দাবি, নিহত জকির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও মাদকসহ ২০টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

টেনাফের শালবন ও জাদিমুরা পাহাড়ের মধ্যবর্তী এই এলাকাতেই র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হন।

কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন এবং জাদিমুরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী একটি পাহাড়ে ডাকাত জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্যদের সঙ্গে র‌্যাব সদস্যরা গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এভাবে ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে জকির বাহিনী প্রধান জকিসহ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

তবে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত দলের গোলাগুলির ঘটনায় জকির বাহিনীর প্রধান জকির (৩৫) ও মনিরকে (৩০) চিহ্নিত করতে পেরেছেন। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, স্থানীয় সূত্রে দুই ডাকাতের নাম কেউ কেউ হামিদ ও জহির বলে দাবি করেছে। ফলে তাদের নাম এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে তারা সবাই রোহিঙ্গা।

আরও পড়ুন:

রোহিঙ্গা ডাকাতের রাজ্য ‘এডরা পাহাড়’

‘রোহিঙ্গা ডাকাতরা’ ফের সক্রিয় পাহাড়ে

আবারও রোহিঙ্গা ডাকাতদের উৎপাত: এক বাংলাদেশিকে হত্যা, দুজনকে জিম্মি করে মুক্তিপণ দাবি

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী